আন্দামান সাগরেই লুকিয়ে ছিল “গুপ্তধন”! অবশেষে সন্ধান পেল ভারত

Published on:

Published on:

India discovers natural gas in the Andaman Sea.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত এনার্জি সেক্টরে একটি বড় সাফল্য অর্জন করেছে। আন্দামান সাগরে অবস্থিত শ্রী বিজয়পুরম ২ কূপে প্রাকৃতিক গ্যাস (Natural Gas) আবিষ্কৃত হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এর একটি পোস্টে এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করেছেন। ওই কূপটি আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। কূপের গভীরতা ২৯৫ মিটার। অর্থাৎ সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯৫ মিটার নিচে অবস্থিত। এর লক্ষ্যমাত্রার গভীরতা ২৬৫০ মিটার নির্ধারণ করা হয়েছিল।

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) সন্ধান:

কেন্দ্রীয় মন্ত্রীর শেয়ার করা তথ্য অনুসারে, কূপটি জলের পৃষ্ঠ থেকে সমুদ্রতল পর্যন্ত মোট ২,৬৫০ মিটার গভীরতায় খনন করা হয়। যার মধ্যে ২৯৫ মিটার জলের গভীরতা এবং তার নীচে প্রায় ২,৩৫৫ মিটার গভীরতা অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক উৎপাদন পরীক্ষায় ২,২১২ থেকে ২,২৫০ মিটার গভীরতায় প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) উপস্থিতি প্রকাশ পেয়েছে এবং পর্যায়ক্রমে জ্বলনও লক্ষ্য করা গেছে।

গ্যাসে ৮৭ শতাংশ মিথেন রয়েছে: কূপ থেকে উত্তোলিত গ্যাসের (Natural Gas) নমুনাগুলি জাহাজে করে কাকিনাডায় আনা হয়। যেখানে সেগুলি পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় দেখা গেছে যে, ওই প্রাকৃতিক গ্যাসে ৮৭ শতাংশ মিথেন রয়েছে। যা উচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন একটি উপাদান এবং বাণিজ্যিক উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: চিন-পাকিস্তান সীমান্তের দায়িত্ব নেবে “অনন্ত শাস্ত্র”, এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ৩০,০০০ কোটির টেন্ডার

ভারতের জন্য এই গ্যাসের ভাণ্ডার কতটা গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি যে, আন্দামান দ্বীপপুঞ্জের এই প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) ভাণ্ডার ভারতের জ্বালানি নিরাপত্তা এবং দেশীয় জ্বালানি উৎসের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এই গ্যাসের মজুত স্থানীয় উৎস থেকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে এবং আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, এখন কূপ থেকে একটি বাণিজ্যিক উৎপাদন পরিকল্পনা তৈরি করা হবে। এটি দেশের জ্বালানি কৌশলে একটি নতুন মাত্রা যোগ করতে পারে এবং আন্দামান ও নিকোবর অঞ্চলে জ্বালানি বিনিয়োগের সুযোগও বৃদ্ধি করবে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের আগে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াচ্ছে চোট! প্লেয়িং ইলেভেনে হতে পারে ২ টি পরিবর্তন

এনার্জি সেক্টরে ভারতের বড় অর্জন: এই প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) মজুত কেবল অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনই বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক জ্বালানি বাজারে ভারতের অবস্থানকে শক্তিশালী করতেও সাহায্য করবে। মিথেনের উচ্চ শতাংশ এই প্রকল্পটিকে বাণিজ্যিকভাবে আকর্ষণীয় করে তুলেছে এবং অদূর ভবিষ্যতে LNG রফতানির পথও খুলে দিতে পারে। সামগ্রিকভাবে, শ্রী বিজয়পুরম ২ কূপে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি ভারতের এনার্জি সেক্টরে একটি বড় অর্জন। যেটি দেশকে আত্মনির্ভর শক্তির উৎসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।