ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দশ উইকেটে হারতে হয়েছে ভারতকে। তারপরই ভারত অধিনায়ক বিরাট কোহলি দাবি করলেন একটা ম্যাচে হারলেই রাতারাতি খারাপ দল হয়ে যাচ্ছে না ভারত।
এইদিন ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, এই ম্যাচে আমরা ভালো খেলতে পারি নি, সেই কারণে হারতে হয়েছে আমাদের। তার মানে এটা নয় যে এই একটা ম্যাচ হেরে গিয়েই সব শেষ হয়ে গেল। অনেকে হয়তো মনে করছেন একটা ম্যাচে ভারত হেরে গেল মানেই পৃথিবীর সব কিছু শেষ। কিন্তু তা নয় আমরা একটা হার মানেই সবকিছু শেষ মনে করি না। এই হারটা শুধুমাত্র একটা হার এর বেশি কিছু নয়। আমরা এই হার পিছনে ফেলে এখন সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে চাই।
সেই সঙ্গে বিরাট বলেন ম্যাচ জিততে হলে ভালো খেলতে হবে এটা আমরা জানি। ঘরের মাঠে হোক কিংবা বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ম্যাচ জিততে হলে সবসময় ভালো খেলতে হবে। কারণ যখন আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ম্যাচ হয় তখন সব দলই জেতার জন্য মাঠে নামে।
কোহলি বলেন সমালোচকরা সমালোচনা করবেই কিন্তু তাদের কথায় কান দিলে চলবে না। যদি সমালোচকদের কথায় কান দিতে যায় তাহলে খেলার উপর থেকে ফোকাস সরে যাবে। যদি আমরা সমালোচনায় কান দিতাম তাহলে কখনই নাম্বার ওয়ান দলে পরিণত হতে পারতাম না। সমালোচকদের শুধু এইটুকুই বলতে চাই যে, একটা ম্যাচে হারলেই ভারত খারাপ দল হয়ে যায় না।