শুল্ক যুদ্ধের আবহে ভারতের পাশে এই ৪ দেশ! ১ অক্টোবর থেকেই কার্যকর EFTA-র সঙ্গে বাণিজ্য চুক্তি

Published on:

Published on:

India-EFTA Deal to come into effect from October 1.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত এবার ইউরোপের সঙ্গে বাণিজ্যের একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। মূলত, ভারত এবং ইউরোপীয় দেশগুলির একটি ছোট কিন্তু ধনী গোষ্ঠী EFTA-র মধ্যে বাণিজ্য চুক্তি (India-EFTA Deal) আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। এই আবহে ভারত সরকার দিল্লির ভারত মণ্ডপে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করবে। যেখানে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং EFTA দেশগুলির বড় নেতৃত্বরা ওই অনুষ্ঠানে যোগ দেবেন। সরকার বলেছে যে, এটি কেবল আনুষ্ঠানিকতা হবে না, বরং ব্যবসা এবং শিল্প জগতকে এই চুক্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করা হবে। যাতে তারা এর সুবিধা পেতে পারে।

১ অক্টোবর থেকেই কার্যকর EFTA-র সঙ্গে বাণিজ্য চুক্তি (India-EFTA Deal):

EFTA কী: জানিয়ে রাখি যে, EFTA মানে হল European Free Trade Association। যেটি ৪ টি দেশ নিয়ে গঠিত। সেগুলো হল সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন। ভারত এই বছরের মার্চ মাসে ওই দেশগুলির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। যার নাম TEPA। এখন যেহেতু সমস্ত দেশ থেকে অনুমোদন পাওয়া গেছে, তাই এই চুক্তিটি (India-EFTA Deal) আগামী ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হবে।

এই চুক্তির অধীনে, ভারত এবং EFTA দেশগুলি (India-EFTA Deal) একে অপরের সঙ্গে কম বা কোনও কর ছাড়াই পণ্যের বাণিজ্য করতে পারবে। এর অর্থ হল এই দেশগুলি থেকে একাধিক পণ্য এখন সস্তা দামে ভারতে আসতে পারবে এবং ভারতীয় পণ্য সেখানে কর ছাড়াই বিক্রি করা যাবে।

India-EFTA Deal to come into effect from October 1.

বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, EFTA দেশগুলি আগামী ১৫ বছরে ভারতে কেবল বাণিজ্যই করবে না বরং মোট ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যার মধ্যে প্রথম ১০ বছরে ৫০ বিলিয়ন ডলার এবং পরবর্তী ৫ বছরে আরও ৫০ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। সরকার আশা করছে যে, এর ফলে ভারতে কমপক্ষে ১ কোটি নতুন কর্মসংস্থান তৈরি হবে। এই প্রথম ভারত কোনও বাণিজ্য চুক্তিতে (India-EFTA Deal) সরাসরি বিনিয়োগের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করেছে।

আরও পড়ুন: উৎসবের আবহে কোথায় দাঁড়িয়ে পেট্রোল-ডিজেলের দাম? জেনে নিন আজকের রেট

এতে ভারতের কী লাভ হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, EFTA দেশগুলি সাধারণত আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ কর আরোপ করে না। তাই ভারতীয় রফতানিকারীদের জন্য সেখানে বিক্রি করা ইতিমধ্যেই তুলনামূলকভাবে সহজ ছিল। এখন যেহেতু ভারতের প্রায় ৯৯ শতাংশ পণ্যের করমুক্ত প্রবেশাধিকার থাকবে, এর ফলে আরও বেশি সুবিধা হবে। অন্যদিকে, ভারত EFTA দেশগুলি (India-EFTA Deal) থেকে আসা ৮০ থেকে ৮৫ শতাংশ পণ্যের ওপর কর বাতিল করেছে। তবে, কৃষক এবং দুগ্ধজাত পণ্যগুলিকে এই চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। যাতে দেশীয় কৃষি এবং দুগ্ধ শিল্পের ওপর প্রভাব না পড়ে।

আরও পড়ুন: অবাক কাণ্ড! এশিয়া কাপের ট্রফি নিয়ে হোটেলে পালালেন নকভি, আল্টিমেটাম দিল BCCI

সুইজারল্যান্ড ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার: উল্লেখ যে, ৪ টি EFTA দেশের মধ্যে, সুইজারল্যান্ড ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত হয়। গত বছর, ভারত EFTA দেশগুলিতে প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য পাঠিয়েছে। যার তিন-চতুর্থাংশ গেছে সুইজারল্যান্ডে। ইতিমধ্যেই, ভারত এই দেশগুলি থেকে ২২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য কিনেছে। যার মধ্যে ২১.৮ বিলিয়ন ডলারের পণ্য এসেছে শুধুমাত্র সুইজারল্যান্ড থেকেই।এর অর্থ হল ভারত এই দেশগুলির সঙ্গে বাণিজ্যে বিশাল ঘাটতিরসম্মুখীন হয়েছিল। তবে, এখন সরকার আশা করছে যে এই চুক্তির (India-EFTA Deal) মাধ্যমে বাণিজ্যে ভারসাম্য আসবে এবং বিনিয়োগের মাধ্যমে নতুন শিল্প স্থাপন করাও সম্ভব হবে।