বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের (India) মাসিক ইস্পাত রফতানি (Steel Export) লাফিয়ে বেড়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত মাসে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে এটি ১৮ মাসের সর্বোচ্চ ১১ লক্ষ টনে পৌঁছেছে। ইতিমধ্যেই এই বিষয়ে স্টিলমিন্ট জানিয়েছে, ইউরোপিয় ইউনিয়নের চাহিদা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী অনুকূল মূল্যের কারণে ইস্পাত রফতানির পরিসংখ্যান ভালো হয়েছে।
পাশাপাশি, স্টিলমিন্টের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, এই বিষয়গুলি ছাড়াও দেশীয়ভাবে প্রতিযোগিতামূলক দাম সামগ্রিকভাবে ইস্পাত রফতানির বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের জানুয়ারিতে ইস্পাত রফতানির পরিমাণ ছিল ৬.৭ লক্ষ টন।
এদিকে, রফতানি বৃদ্ধির কারণ সম্পর্কে স্টিলমিন্ট আরও জানিয়েছে,, “ইউরোপিয় ইউনিয়ন (EU) থেকে রিস্টকিংয়ের চাহিদার কারণে জানুয়ারিতে মোট রফতানির ৬৭ শতাংশ ভূমিকা রয়েছে।” যেটি বিগত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পরিসংখ্যান।
উল্লেখ্য যে, দেশে হট রোল্ড কয়েলের (HRC) দাম প্রতি টনে ৫৪,৩০০ টাকা থাকলেও বিশ্বব্যাপী এটি প্রতি টন ৭১০ ডলার (প্রায় ৫৮,০০০ টাকা) ছিল। এমতাবস্থায়, এই ফ্যাক্টরটি বিশ্বব্যাপী ভারতীয় ইস্পাতের চাহিদা বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: জমিতে রসুন পাহারা দিচ্ছে বন্দুকধারী গার্ড, বসানো হল সিসিটিভি ক্যামেরাও, দামের গেরোয় সতর্ক চাষিরা
পাশাপাশি, স্টিলমিন্ট এটাও জানিয়েছে, “চিনে ছুটির দিন এবং ভিয়েতনামে উৎসবের কারণে পরবর্তীতে সামগ্রিকভাবে ভারতীয় ইস্পাত রফতানি কিছুটা হলেও সীমিত বা অদূর ভবিষ্যতে কিছুটা হ্রাস পেতে পারে।”