ভাইরাল! বিশ্বকাপের মঞ্চে সফল বিবাহপ্রস্তাব! ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের গ্যালারিতে দেখা গেল এই মন ছোঁয়া দৃশ্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রত্যেক প্রেমিকা আশা করে থাকেন যে তার প্রেমিক তাকে বিশেষ কোনও উপায়ে নিজের ভালবাসার কথা জানাবেন। কেমন হয় যদি সেই সময়টা আসে একটি ভরা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন। হ্যাঁ, এমন ঘটনাই ঘটল বৃহস্পতিবার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাট চলাকালীন নিজের প্রেমিকাকে প্রপোজ করলেন এক প্রেমিক।

এই মুহূর্তটির বড় স্ক্রিনে যখন দেখানো হয় তখন গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে। কিছুক্ষণের জন্য সকলের নজরে খেলা থেকে সরে যায়। প্রসঙ্গত নেদারল্যান্ডসের ইনিংসের পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভার চলাকালীন এই বিশেষ ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল।

আইসিসি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই মন ছুঁয়ে যাওয়া ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতীয় প্রেমিকটি হাসি মুখে নিজের প্রেমিকাকে বিবাহপ্রস্তাব জানাচ্ছেন এবং প্রেমিকা তাতে সম্মতি দিয়ে নিজের প্রেমিককে দৃঢ়ভাবে আলিঙ্গন করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসামাত্র গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এবং ক্রিকেট খেলায় আগ্রহী নন এমন মানুষজনও এই জুটিকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে শুরু করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

অপরদিকে ভারতীয় দল খুব সহজেই আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি বড় জয় নথিভূক্ত করেছে। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও যে ভারতীয় দল জয় পাবে এই নিয়ে সকলেই প্রায় নিশ্চিত ছিল। আর ঠিক তেমনটাই আজকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হয়েছে।

টসে জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ওপেনার লোকেশ রাহুল আজকেও ব্যর্থ হন। রোহিত শর্মা ও শুরুর দিকে বেশ নড়বড়ে ছিলেন কিন্তু কয়েকবার জীবনদান পেয়ে একটি আগ্রাসী অর্ধশতরান করে আসেন তিনি। রোহিত আউট হওয়ার পর ভারতীয় দলকে বড় রানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন বিরাট কোহলি। শুরুতে একটু ধীর গতিতে ব্যাটিং করলেও ম্যাচ যত গড়িয়েছে ততই তার আগ্রাসন বেড়েছে এবং শেষ অবধি টানা দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশত রান করে অপরাজিত ছিলেন তিনি। আর সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হলেও আজ দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁর ব্যাট জ্বলে উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতরান টি আজ তিনি পেয়ে গিয়েছেন প্রায় ২০০-র ওপর স্ট্রাইক রেট সহ ব্যাট করে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর