চীনের মাথায় বাজ! সীমান্তে মহাবিনাশক হেলিকপ্টার মোতায়েন ভারতের, ক্ষমতা জানলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: এলএসি-তে (LAC) শীঘ্রই অ্যাটাক হেলিকপ্টার (Attack Helicopter) মোতায়েন করতে চলেছে ভারত (India)। খুব শীঘ্রই উত্তর পূর্বে আনুষ্ঠানিকভাবে তা মোতায়েন করা হবে। এদিকে চীনের (China) কর্মকাণ্ড দেখে ভারতীয় সেনা অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) তাদের প্রথম এভিয়েশন ব্রিগেড প্রতিষ্ঠা করল।

এভিয়েশন ব্রিগেডের শক্তি বাড়াতে সেই হেলিকপ্টারগুলি মোতায়েন করা হচ্ছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী তিনটি শক্তিশালী হেলিকপ্টার পেয়েছে এবং তাদের শক্তি বৃদ্ধি করতে দিনরাত কাজ করছে। ওই হেলিকপ্টারের জন্যও প্রশিক্ষণ চলছে।

   

এই হেলিকপ্টার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট (Logistic Support) প্রস্তুত করা হচ্ছে। প্রথমবারের জন্য ভারতীয় সেনাবাহিনীর এভিয়েশন শাখায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা হবে। মিসামারী ঘাঁটিতে প্রথম স্কোয়াড্রন মোতায়েন করা হবে। এটি এমন একটি এভিয়েশন বেস (Aviation Base) যেখান থেকে প্রয়োজন অনুযায়ী যে কোনও সময় এলএসির প্রতিটি অংশে বড় ধরনের অপারেশন করা যেতে পারে।

attack helicopters

এই অ্যাটাক হেলিকপ্টার ২১ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে। এলএসিতে মোতায়েন ভারতীয় সেনা সৈন্যদের সাহায্যও করবে এই অ্যাটাক হেলিকপ্টার। ভারতীয় সেনাবাহিনীর লাইট কমব্যাট হেলিকপ্টারে (Light Combat Helicopters – LCH) একটি ২০ এমএম বন্দুক এবং একটি ৭০ এমএম রকেট রয়েছে। এটিতে চারটি হার্ড পয়েন্ট রয়েছে অর্থাৎ রকেট মিসাইল এবং বোমা বসানো যাবে। এই রকেটগুলি আকাশ থেকে ভূপৃষ্ঠে এবং আকাশ থেকে আকাশে আঘাত আনতে সক্ষম। এমনকী, এই হেলিকপ্টারে লাগানো অত্যাধুনিক এভিওনিক্স সিস্টেমের কারণে শত্রুরা লুকিয়ে আক্রমণ করতে পারবে না।

Avatar
Monojit

সম্পর্কিত খবর