ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ফের বৃদ্ধি! বাড়ল গোল্ড রিজার্ভও, সামনে এল পরিসংখ্যান

Published on:

Published on:

India Forex Reserves increase again.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের (India Forex Reserves) পরিসংখ্যানে ফের স্বস্তি পেল ভারত। টানা দ্বিতীয় সপ্তাহে এক্ষেত্রে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মূলত, ফরেন কারেন্সি অ্যাসেট (FCA) এবং সোনা উভয়ের বৃদ্ধির কারণে ভাণ্ডারে বৃদ্ধি ঘটেছে। ১২ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে এর বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১.৬৮ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে।

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (India Forex Reserves) ফের বৃদ্ধি:

বর্তমান পরিসংখ্যান: গত শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১.৬৮৯ বিলিয়ন ডলার বৃদ্ধি ঘটেছে। এক সপ্তাহ আগে, এটি ১.০৩৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে ভারতীয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি পেয়ে ৬৮৮.৯৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে এর আগে ২৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রেকর্ড তৈরি করে সর্বোচ্চ ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

India Forex Reserves increase again.

FCA ভাণ্ডার বৃদ্ধি পেয়েছে: রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক তথ্য অনুসারে, পর্যালোচনাধীন সপ্তাহে ভারতের ফরেন কারেন্সি অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেষ হওয়া সপ্তাহে ভারতের ফরেন কারেন্সি অ্যাসেট ৯০৬ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগে, এটি ১৫১ মিলিয়ন ডলার কমেছিল। এখন FCA ভাণ্ডার বেড়ে ৫৫৫.৭৮৭ বিলিয়ন ডলার হয়েছে। উল্লেখ্য যে, ফরেন কারেন্সি অ্যাসেট দেশের মোট বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে। ডলারে প্রকাশিত বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে ইউরো থেকে শুরু করে পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার ওঠানামার প্রভাবও অন্তর্ভুক্ত থাকে।

আরও পড়ুন: বৈভবদের দিকে তাকিয়ে সবাই! রবিবার ফাইনালে ভারত-পাক মহারণ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

সোনার ভাণ্ডারেও বৃদ্ধি: এই সময়ে ভারতের সোনার ভাণ্ডারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মতে, ১২ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে সোনার ভাণ্ডারের ভ্যালু ৭৫৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগে, এটিতে ১.১৮৮ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছিল। এমতাবস্থায়, ভারতের বর্তমান সোনার ভাণ্ডারের ভ্যালু এখন ১০৭.৭৪১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, বর্তমানে, RBI-এর সোনার ভাণ্ডার ৮৮০ টনের বেশি। যা দেশের মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ১৪.৭ শতাংশ।

আরও পড়ুন: ১২,২০০ শতাংশের রিটার্ন! বিনিয়োগকারীরা হয়েছেন কোটিপতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি এই স্টক?

SDR বৃদ্ধি: রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, গত সপ্তাহে ভারতের স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR সামান্য বৃদ্ধি পেয়েছে। ওই সপ্তাহে SDR-এ ১৪ মিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে। এক সপ্তাহ আগেও এটি ৯৩ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। সামগ্রিকভাবে এটি ১৮.৭৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, ওই সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে থাকা দেশটির রিজার্ভ মুদ্রার পরিমাণ ১১ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে IMF রিজার্ভ ৪.৬৮৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।