সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবার একজোট হচ্ছে ভারত-ফ্রান্স, বিপাকে পাকিস্তান

বাংলাহান্ট ডেস্কঃ আতঙ্কবাদ (Terrorism) থেকে দেশকে মুক্ত করার জন্য ভারতের (India) সাথে এবার ফ্রান্সও (France) উঠে পড়ে লেগেছে। ভারত এবং ফ্রান্স মিলে দেশে আতঙ্কবাদী এবং সন্ত্রাসবাদীদের সাহায্যকারীদের উপর কড়া পদক্ষেপ নিতে চলেছে। দুই দেশই আতঙ্কবাদ নির্মূলের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, প্রথমে আতঙ্কবাদীদের অর্থ সাহায্য এবং তাঁদের গুপ্ত ডেরা বন্ধ করে দিতে হবে।

415379 reuters indo french military

আতঙ্কবাদ বিরোধী ১৪ নং বৈঠকে ভারত এবং ফ্রান্সের মধ্যে ঠিক হয় যেকোনো পরিস্থিতিতে সন্ত্রাসের ক্ষেত্রে সন্ত্রাসবাদীরা যেখান থেকে অর্থের জোগান পাচ্ছে সেটা বন্ধ করতে হবে। এবং আতঙ্কবাদীদের যারা সাহায্য করছে তাঁদের এই সহাওয়তা বন্ধ করতে হবে। ভারত এবং ফ্রান্স একজোট হয়ে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়বে।

ভারত ফ্রান্সের মধ্যে এর আগেও বহুবার অনেক সমঝোতা হয়েছে। ২০১৮ সালে ভারত এবং ফ্রান্সের মধ্যে উর্জা বিষয়ক ১৪ সমঝোতা হয়েছে। এই আলোচনাগুলোর মধ্যে সবথেকে বেশি সুরক্ষা (Protection) বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেখানে দুই দেশের সৈনিকরা একে অপররে পাশে থেকে একে অন্যকে সমস্তরকম সাহায্য করবে। ভারত স্বাধীনের পর থেকেই ভারত ফ্রান্সের সম্পর্ক বেশ ভালো। বিপদে এক দেশ অন্য দেশের পাশে এসে দাঁড়ায়। বর্তমানে এই দুই দেশের নজর পড়েছে আতঙ্কবাদ নির্মূলে।

আতঙ্কবাদ এবং আতঙ্কবাদীদের বিরুদ্ধে এখন সমগ্র দেশ একজোট হয়েছে। আর এই সময় মোদী (Narendra Modi) সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। ভারত যখন কাশ্মীর (Kashmir) থেকে ৩৭০ ধারা তুলে নেয়, তখন এই সিদ্ধান্তের বিরোধীতা করতে পাকিস্তান (Pakistan) ফ্রান্সের সাহায্য চেয়েছিল। কিন্তু ফ্রান্স পাকিস্তানকে বলে কাশ্মীর ভারতের সম্পত্তি, এই বিষয়ে তারা কোন মন্তব্য করবে না। বর্তমানে ভারত এবং ফ্রান্সের মধ্যেকার সম্পর্ক আরও মজবুত হয়ে উঠেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর