ইন্ডিয়া গেটে থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি, বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

বাংলা হান্ট ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ঠিক প্রাক্কালে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দিল্লির ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির সুদীর্ঘ গ্রানাইটের মূর্তি!

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে এমনিতেই একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য এবং কেন্দ্রের সরকার। এছাড়া চলতি বছর পালিত হবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। তা নিয়েও বছরভর অনুষ্ঠিত হবে “আজাদি কি অমৃত মহোৎসব”।

এমতাবস্থায়, নেতাজির জন্মদিনের আগেই দেশবাসীকে চমক দিলেন প্রধানমন্ত্রী। ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনেই মূর্তি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। তবে, আপাতত “হলোগ্রাম স্ট্যাচু”র উদ্বোধন করা হবে। কারণ, গ্রানাইটের মূর্তিটি সম্পূর্ণভাবে তৈরির আগে পর্যন্ত এই হলোগ্রাম স্ট্যাচুই থাকবে ইন্ডিয়া গেটে।

WhatsApp Image 2022 01 21 at 3.01.46 PM

শুক্রবার টুইট করে নিজেই এই বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১২৫ তম বর্ষে নেতাজির এই মূর্তি স্থাপন তাঁর প্রতি দেশবাসীর অফুরান ঋণ স্বীকারের প্রতীক হয়ে থাকবে, বলেও মনে করেছেন তিনি।

এদিকে, শুক্রবারই দিল্লির ইন্ডিয়া গেটের কাছে “অমর জওয়ান জ্যোতি” নিভতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধজয়ের স্মারক হিসেবে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছিল এই “অমর জওয়ান জ্যোতি”। এই যুদ্ধে ভারত বিজয়ী হয় এবং বাংলাদেশ গঠিত হয়। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটি উদ্বোধন করেন।

দীর্ঘ ৫০ বছর পর শুক্রবার অর্থাৎ আজ, সেই শিখাই নিভতে চলেছে। তবে এই প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, “অমর জওয়ান জ্যোতি’র অগ্নিশিখাকে নেভানো হচ্ছে না। এটা শুধু ৪০০ মিটার দূরে অবস্থিত ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এ মিশে যাচ্ছে।” উল্লেখ্য যে, ২০১৯ এর ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন করেছিলেন, যেখানে ২৫ হাজার ৯৪২ জন সৈন্যের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর