বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত-মলদ্বীপ (India-Maldives Controversy) বিতর্ক রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, কয়েক মাস আগেই মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) মলদ্বীপের মসনদে বসার পরেই ভারতের সাথে ওই দ্বীপরাষ্ট্রের সম্পর্ক প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, ভারতের সাথে সম্পর্কে চিড় ধরলেও বেজিংয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে মলদ্বীপ। তবে, বিতর্কের মাঝেও খিদে মেটানোর জন্য মলদ্বীপকে কিন্তু নির্ভর করতে হচ্ছে সেই ভারতের ওপরেই।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি মলদ্বীপের খিদে মেটানোর জন্য পণ্য রফতানির ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে দিল্লি। যদিও, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দিল্লির তরফে মলদ্বীপে পণ্য রফতানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্লেখ্য যে, মলদ্বীপের তরফে বেশ কিছু অত্যাবশ্যক খাদ্যসামগ্রী ভারত থেকে আমদানি করা হয়। যেটির জন্য রয়েছে নির্দিষ্ট কোটা। যেটির অনুমোদন দেওয়া হয় দিল্লির তরফে।
এমতাবস্থায়, সম্প্রতি অর্থাৎ ইদের আগে ২০২৪ এবং ২০২৫ সালের জন্য সেই খাদ্যপণ্যের আমদানি-রফতানির অনুমোদন চেয়ে দিল্লির কাছে অনুরোধ করে ম্যালে। যার পরিপ্রেক্ষিতে দিল্লি সবুজ সংকেত দিয়েছে। যদিও, এরই মাঝে ডিরেক্টোরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে মলদ্বীপে পণ্য রফতানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই দেশগুলিতে একটুও লাগবে না আঁচড়! তালিকায় রয়েছে ভারতের এক প্রতিবেশীও
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিপোর্টের দাবি অনুযায়ী, এবার দেশের মাত্র চারটি বন্দর থেকে এইসব অত্যাবশ্যক পণ্য রফতানি হবে। এমতাবস্থায়, নির্দেশিকা অনুযায়ী, এবার গুজরাটের মুন্দ্রা বন্দর সহ তামিলনাড়ুর তুতিকোরিন, মহারাষ্ট্রের, নব সেবা সমুদ্র বন্দর এবং নয়াদিল্লির আইসিডি থেকেই মলদ্বীপে পণ্য রফতানি করা যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: হয়ে যান চিন্তামুক্ত! এবার স্মার্টফোন নিজেই হয়ে যাবে মোবাইল টাওয়ার, মিটবে কল ড্রপের ঝামেলা
এমতাবস্থায় এই চারটি বন্দর থেকে শুল্ক দফতর চেকিং করে পণ্য মলদ্বীপের উদ্দেশ্যে পাঠাতে দেবে। পাশাপাশি আরও একটি বিষয় জানা গিয়েছে মলদ্বীপ “মলদ্বীভিয়ান রুফিয়া”-র মাধ্যমে ভারত থেকে আমদানি করা পণ্যের দাম মেটাতে চায়। যেটির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে আলোচনাও। উল্লেখ্য যে, মলদ্বীপের অর্থনীতি সাম্প্রতিককালে কিছুটা প্রভাবিত হয়েছে। পাশাপাশি ডলারের তুলনায় মলদ্বীপের মুদ্রার দাম পড়ছে। এমতাবস্থায়, দেশের মুদ্রার দাম বাড়াতে আমদানি হওয়া পণ্যের দাম মেটানোর জন্য মলদ্বীপের মুদ্রা ব্যবহার করতে চাইছে মুইজ্জু সরকার।