রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত! ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে কী জানাল বিদেশমন্ত্রক?

Published on:

Published on:

India gave statement on oil imports from Russia.

বাংলাহান্ট ডেস্ক: রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত (India)? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিতে নয়া বিতর্ক শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। ট্রাম্প বলেন, “উনি (মোদী) আমায় আজ আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই, চিনও একই পথে হাঁটুক।” এই মন্তব্যের পর থেকেই কূটনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

ভারতের (India) রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের নতুন দাবি

তবে নয়াদিল্লি সরাসরি ট্রাম্পের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে ভারতের সামগ্রিক অবস্থান স্পষ্ট করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের (India) তেল আমদানির মূল নীতি দেশের ক্রেতাদের স্বার্থ রক্ষা করা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত যথেষ্ট পরিমাণ তেল এবং গ্যাস আমদানি করে থাকে। বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার আবহে ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাকেই আমরা বরাবর অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের তেল আমদানি সংক্রান্ত নীতি এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই পরিচালিত হয়।”

আরও পড়ুন:আর রেহাই নেই জঙ্গিদের! ভারতীয় জওয়ানদের রাইফেলে এবার নতুন “নাইট সাইটস”, চমকে দেবে বৈশিষ্ট্য

তিনি আরও জানান, ভারত (India) তার তেল আমদানির উৎসকে আরও বৈচিত্রময় করতে চায় এবং এই লক্ষ্যেই আমেরিকা-সহ অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি করছে। তবে ওই বিবৃতিতে কোথাও ট্রাম্পের নাম বা তাঁর মন্তব্যের সরাসরি উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের একাংশের মতে, নয়াদিল্লি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছে যে তেল আমদানির বিষয়ে তারা স্বাধীন সিদ্ধান্ত নেবে, কোনও বিদেশি চাপের কাছে নত হবে না। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যখন আমেরিকা ও ইউরোপের দেশগুলি রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন ভারত তুলনামূলক কম দামে রুশ অশোধিত তেল কেনা বাড়িয়ে দেয়। কয়েক বছরের মধ্যেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ ০.২ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৩৫ শতাংশে।

মার্কিন চাপ সত্ত্বেও ভারত (India) বারবার জানিয়েছে, জাতীয় স্বার্থই তাদের কাছে সবার আগে। ট্রাম্পের প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, তবুও নয়াদিল্লি তার নীতি থেকে সরেনি।

India gave statement on oil imports from Russia.

আরও পড়ুন : ঋতুবদলের সময়ে ঠান্ডা-কাশিতে ভুগছে ছোটরা? ডায়েটে রাখুন এই খাবারগুলি, মিলবে আরাম

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তিনি বলেছেন, “উনি (মোদী) আমার বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।” তবে কূটনৈতিক মহলের ধারণা, নয়াদিল্লির বর্তমান অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা খুবই কম। ভারতের (India) অগ্রাধিকার থাকবে অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং ক্রেতাদের স্বার্থ রক্ষা করা।

সবমিলিয়ে, ট্রাম্পের দাবি যতই আলোচনার জন্ম দিক না কেন, নয়াদিল্লির বার্তাটি পরিষ্কার—ভারত (India) নিজের জ্বালানি নীতি নিজেই ঠিক করবে, এবং জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে কি না।