বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটছে ভারতের (India)। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে যে, ২০২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সরকারি অনুমানের চেয়ে বেশি হতে পারে। বর্তমানে, ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিসের প্রথম অ্যাডভান্স অনুমান অনুসারে, ২০২৬ অর্থবর্ষের জন্য রিয়েল GDP গ্রোথ ৭.৪ শতাংশ হবে। যা ২০২৫ অর্থবর্ষের ৬.৫ শতাংশের থেকে বেশি। এদিকে, অনুমান অনুযায়ী গ্রস ভ্যালু অ্যাডেড গ্রোথ ৭.৩ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। যেখানে নমিন্যাল GDP গ্রোথ ৮ শতাংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ভারতের (India) অর্থনীতিতে যথেষ্ট অগ্রগতি ঘটছে:
SBI-এর পরিসংখ্যান অনুযায়ী, বেস ইয়ার ২০২২-২৩-এ পরিবর্তনের পর গ্রোথ স্পিড আরও ত্বরান্বিত হতে পারে। রিপোর্টে বলা হয়েছে যে, ২০২৬ অর্থবর্ষে GDP গ্রোথ ৭.৫ শতাংশের কাছাকাছি হতে পারে এবং নতুন বেস ইয়ার চালু হওয়ার পর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে যে দ্বিতীয় অ্যাডভান্স অনুমানে আরও তথ্য এবং পরিবর্তন অন্তর্ভুক্ত থাকবে। সেটি আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশিত হবে। এই অনুমানগুলি বেস ইয়ারের পরিবর্তনের ফলে উদ্ভূত পরিবর্তনগুলি প্রতিফলিত করবে বলেও অনুমান করা হচ্ছে। এদিকে, পুরনো ট্রেন্ড সম্পর্কে বলতে গিয়ে রিপোর্টে জানানো হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং NSO-র GDP গ্রোথের অনুমানের মধ্যে পার্থক্য সর্বদা ২০-৩০ বেসিস পয়েন্টের ছোট পরিসরে রয়েছে।

গ্রোথের পূর্বাভাস: সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে SBI জানিয়েছে যে, ২০২৬ অর্থবর্ষের জন্য NSO-র বর্তমান ৭.৪ শতাংশ গ্রোথের পূর্বাভাস যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে এবং বেশিরভাগ প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য বজায় রয়েছে। ওই রিপোর্টে আয়ের স্তরের উন্নতির দিকেও ইঙ্গিত করা হয়েছে। এমনকি ২০২৬ অর্থবর্ষে মাথাপিছু আয়ও বৃদ্ধি পেতে পারে।
SBI জানিয়েছে যে, সমস্ত পরিষেবা সাব-সেক্টর্স-এ গত বছরের তুলনায় গ্রোথ বেশি হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ অর্থবর্ষে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ৬ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। যা ২০২৫ অর্থবর্ষে ৫.৯ শতাংশের চেয়ে সামান্য বেশি। যেটিতে ৭ শতাংশের স্ট্রং ম্যানুফ্যাকচারিং আউটপুট গ্রোথের সাপোর্ট মিলেছে।
আরও পড়ুন: ঘনঘন ভারত সীমান্তের কাছে পরিদর্শন আসিম মুনিরের! ফের নতুন কোনও ষড়যন্ত্র করছে পাকিস্তান?
তবে, মাইনিং সেক্টরে তীব্র পতন ঘটবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৬ অর্থবর্ষে উৎপাদন ০.৭ শতাংশ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। যেটিতে ২০২৫ অর্থবর্ষে ২.৭ শতাংশের গ্রোথ ঘটেছিল। SBI-এর রিপোর্টে জানানো হয়েছে আসন্ন পরিবর্তন এবং একটি নতুন বেস ইয়ার প্রবর্তনের ফলে বর্তমান গ্রোথের অনুমান আরও পরিবর্তিত হতে পারে।












