রেকর্ড ভাঙল জিডিপি! প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি ৭.৮ শতাংশ, প্রধান ভূমিকায় সার্ভিস সেক্টর

Published on:

Published on:

India GDP rises to 7.8 percent in Q1 2025 driven by service sector

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫–২৬ অর্থবর্ষের শুরুতেই দেশের অর্থনীতিতে বিরাট চমক। এপ্রিল থেকে জুন অর্থাৎ প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি (GDP) পৌঁছেছে ৭.৮ শতাংশে। গত ৫ ত্রৈমাসিকের মধ্যে এটি সর্বোচ্চ বৃদ্ধি। অর্থনীতির এই গতি ছাড়িয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পূর্বাভাসও। বিশেষজ্ঞদের মতে, জিডিপির এই বৃদ্ধি দেশের বাজারে নতুন ভরসা জোগাবে।

জিডিপি (GDP) বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে দেশের সার্ভিস সেক্টর

উল্লেখ্য, জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছে দেশের সার্ভিস সেক্টর। এই খাতে বৃদ্ধি হয়েছে ৯.৩ শতাংশ। সরকারি প্রশাসন ও প্রতিরক্ষায় উন্নতি ৯.৮ শতাংশ, আর্থিক পরিষেবা ও রিয়েল এস্টেটে ৯.৫ শতাংশ এবং বাণিজ্য, হোটেল, পরিবহণ ও যোগাযোগ খাতে ৮.৬ শতাংশ। এককথায়, পরিষেবা খাতই অর্থনীতিকে গতিময় রেখেছে।

উৎপাদন খাতেও মিলেছে গতি। উৎপাদন খাতে জিডিপিতে (GDP) ৭.৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। নির্মাণ খাতে বৃদ্ধি হয়েছে ৭.৬ শতাংশ। কৃষি ক্ষেত্রও এবার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। গত বছর যেখানে বৃদ্ধির হার ছিল মাত্র ১.৫ শতাংশ, সেখানে এবার তা দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে। ফলে কৃষি থেকে শুরু করে শিল্প, সর্বত্রই ঊর্ধ্বমুখী ধারা স্পষ্ট।

ব্যয় ও বিনিয়োগের ভূমিকা

দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, সাধারণ মানুষের ব্যয়ের হার বাড়া এবং পরিকাঠামোয় সরকারের বাড়তি বিনিয়োগ এই সাফল্যের মূল চালিকাশক্তি। অর্থনীতিবিদরা বলছেন, পরিষেবা খাতের ধারাবাহিকতা এবং সরকারি ব্যয় যদি বজায় থাকে, তবে আগামী দিনেও বৃদ্ধি আরও শক্তিশালী হবে। তবে কৃষিতে পরিবেশ সংক্রান্ত অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারের টালমাটাল পরিস্থিতি কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

India GDP rises to 7.8 percent in Q1 2025 driven by service sector

আরও পড়ুনঃ ‘দাগি’ তালিকা আগেই ছিল SSC-র কাছে? আগে কেন প্রকাশ করা হল না? প্রশ্ন সুকান্তর

প্রসঙ্গত, সব দিক বিচার করলে প্রথম ত্রৈমাসিকের ৭.৮ শতাংশ জিডিপি (GDP) বৃদ্ধি শুধু একটি সংখ্যা নয়, দেশের অর্থনীতির আত্মবিশ্বাসের প্রতীক। অর্থনীতিবিদদের আশা, এই ধারা বজায় থাকলে ভারতীয় অর্থনীতি আগামী মাসগুলিতে আরও উজ্জ্বল সাফল্য পাবে।