বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে ভারত (India) সরকার ইতিমধ্যেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে। যার ফলে পাকিস্তানের জনগণের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য যে, পাকিস্তান কৃষির প্রায় ৮০ শতাংশই সিন্ধু নদীর জলের ওপর নির্ভরশীল। এদিকে, ভারত নতুন সিন্ধু প্রকল্পের আওতায় পাকিস্তানের জল বন্ধ করতে চলেছে। যার কারণে ঘুম উড়েছে পড়শি দেশের।
ফের বড় চাল ভারতের (India):
ভারতের প্রকল্প পাকিস্তানকে ধাক্কা দিয়েছে: রয়টার্সের এক রিপোর্ট অনুসারে, পহেলগাঁও-তে জঙ্গি হামলার পর সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত হওয়ার পর থেকেই চন্দ্রভাগা, ঝিলাম এবং সিন্ধু নদীর ওপর প্রকল্পের কাজ দ্রুততর করা হয়েছে। ওই অঞ্চলের অন্যতম প্রধান প্রকল্প হল চন্দ্রভাগা নদীর ওপর রণবীর বাঁধের দৈর্ঘ্য দ্বিগুণ করে ১২০ কিলোমিটারে বৃদ্ধি করা। ওই নদীর জল ভারতের (India) মধ্য দিয়ে পাকিস্তানের পাঞ্জাবের কৃষিপ্রধান এলাকায় যায়।
রিপোর্ট অনুসারে, ভারত (India) যখন তার এই প্রকল্পটি সম্পন্ন করবে, তখন তারা প্রতি সেকেন্ডে ১৫০ কিউবিক মিটার জল সরিয়ে নিতে সক্ষম হবে। যেখানে বর্তমানে ৪০ কিউবিক মিটার জল সরিয়ে নেওয়া যায়।পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার জাতীয় পরিষদে বলেছেন যে পাক সরকার ভারতকে সিন্ধু জল চুক্তি পুনর্বিবেচনার জন্য একটি চিঠি লিখেছে। এর পাশাপাশি তিনি পাক সাংসদদের বলেন যে ভারতের এই পদক্ষেপ অবৈধ।
আরও পড়ুন: “হাঁ” করে তাকিয়ে দেখল পাকিস্তান-চিন-তুরস্ক! চন্দ্রযান-৫-এর প্রস্তুতি শুরু ভারতের, কী জানাল ISRO?
ভারতের পদক্ষেপের কারণে পাকিস্তান বিদ্যুতের সঙ্কটের সম্মুখীন হবে: ওয়াশিংটনে স্থিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জল নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মিচেল বলেন, ভারতের বাঁধ, খাল বা অন্যান্য পরিকাঠামো নির্মাণে সময় লাগবে। তবে, তিনি পড়শি দেশটিকে সতর্ক করে বলেন, পাকিস্তান বুঝতে পেরেছে যে ভারতের (India) কাছ থেকে তাদের কী ধরণের চাপের মুখোমুখি হতে হতে পারে। উল্লেখ্য যে, রণবীর খাল সম্প্রসারণের পরিকল্পনার পাশাপাশি, ভারত এমন প্রকল্পও বিবেচনা করছে যেগুলি পাকিস্তানে প্রবাহিত নদীগুলির জলপ্রবাহ হ্রাস করবে। এর ফলে, পাকিস্তান নিজেদের জন্য বিদ্যুৎ উৎপাদনে সমস্যার সম্মুখীন হবে।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের আগে দু’ভাগে বিভক্ত টিম ইন্ডিয়া! কী পরিকল্পনা করছে BCCI? মিলল আপডেট
ভারত জলবিদ্যুৎ প্রকল্পের একটি তালিকা তৈরি করেছে: রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ভারত (India) জম্মু ও কাশ্মীর অঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের একটি তালিকা প্রস্তুত করেছে। যেগুলি বিদ্যুৎ উৎপাদন ৩,৩৬০ মেগাওয়াট থেকে ১২,০০০ মেগাওয়াটে বৃদ্ধি করবে। এই প্রকল্পগুলির মধ্যে এমন বাঁধও অন্তর্ভুক্ত রয়েছে যেগুলি প্রচুর পরিমাণে জল সঞ্চয় করতে পারে। যা সিন্ধু নদীর প্রণালীতে ভারতের জন্য এই প্রথম হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে বলেছেন যে জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। এদিকে, গত মঙ্গলবার (১৩ মে, ২০২৫) ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: