বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) থেকে মোবাইল ফোন রফতানির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত মাসে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে, এই রফতানির পরিমাণ ২৫,০০০ কোটি টাকার স্তর অতিক্রম করে। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICA) অনুসারে, Apple-এর iPhone গত মাসের রফতানি থেকেই আয়ের প্রায় ৭০ শতাংশ এসেছে।
Apple-এর হাত ধরেই মালামাল ভারত (India):
এমতাবস্থায়, যে গতিতে রফতানির পরিসংখ্যান বাড়ছে তার পরিপ্রেক্ষিতে, ২০২৫-এর অর্থবর্ষে মোট রফতানি ১.৮০ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। যেটি পূর্ববর্তী অর্থবর্ষের তুলনায় ৪০ শতাংশ বেশি হবে এবং ২০২১ অর্থবর্ষে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্প চালু হওয়ার পর থেকে ৬৮০ শতাংশ বৃদ্ধি পাবে।
মোবাইল ফোনের রফতানি বৃদ্ধির অর্থ: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, গত জানুয়ারি মাসে, ভারতের (India) মোবাইল ফোনের রফতানির পরিসংখ্যান ২৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। যার মধ্যেও শুধুমাত্র Apple-এর iPhone-এর ৭০ শতাংশ বেশি অংশ রয়েছে। Apple-এর মূল কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার ফক্সকনের এই রফতানিতে অংশ ছিল ৩১ শতাংশ (প্রায় ৯৬০ মিলিয়ন ডলার)।
এদিকে, মোবাইল ফোন রফতানি বৃদ্ধির অর্থ হল এই বিভাগটি এখন ভারত (India) থেকে ইলেকট্রনিক্স রফতানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এছাড়াও, আমেরিকান বাজার ভারতে তৈরি স্মার্টফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আবির্ভূত হচ্ছে। ICA চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রুর মতে, প্রথমবারের মতো স্মার্টফোন দেশ থেকে সবচেয়ে বেশি রফতানি করা আইটেম হতে চলেছে।
আরও পড়ুন: চিনকে ঝটকা দিতে মোক্ষম চাল ভারতের! দিল্লিতে এন্ট্রি নেওয়ার পথে তালিবান প্রতিনিধি
রকেটের গতিতে উৎপাদন বাড়ছে: ২০২৫ সালের এই অর্থবর্ষে ভারতে (India) মোবাইল ফোনের উৎপাদন ৫.১০ লক্ষ কোটি টাকার স্তর স্পর্শ করতে চলেছে এবং এটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারার হওয়ার পথে রয়েছে। PLI স্কিম চালু হওয়ার পর থেকে, এটি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং ২০২১-এর অর্থবর্ষে এটি ছিল ২.২০ লক্ষ কোটি টাকা। যা ২০২৪ অর্থবর্ষে ৪.২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: অনুশীলনের সময়ে পড়ল ২৭০ কেজির রড! তৎক্ষণাৎ মৃত্যু ভারতীয় পাওয়ারলিফ্টারের, ভাইরাল ভিডিও
পঙ্কজের মতে, এটি সম্ভব হয়েছে সরকারের সহযোগিতা এবং শিল্পের সক্ষমতায়। তিনি বলেন, এখন পরের ধাপে প্রতিযোগিতা বাড়ানো, উৎপাদন বাড়ানো এবং সাপ্লাই চেইন শক্তিশালী করার ওপর জোর দেওয়া হবে। যাতে দেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০ হাজার কোটি ডলারের অর্জন করা যায়। পাশাপাশি, পঙ্কজ এটাও জানান যে, এখন লক্ষ্য হল ভারতকে (India) বিশ্বের বৃহত্তম স্মার্টফোন রফতানিকারী দেশ হিসেবে আবির্ভূত করা।