বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীতে প্রাপ্ত মূল্যবান ধাতুগুলির মধ্যে সোনা (Gold) যে অন্যতম তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই কয়েক গ্রাম সোনা কিনতে গেলেও খরচ করতে হয় হাজার হাজার টাকা। এমতাবস্থায়, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, বিশ্বের কোন দেশের কাছে সবথেকে বেশি পরিমাণে সোনা (Gold Reserve) রয়েছে? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
উল্লেখ্য যে, সোনা মূল্যবান ধাতু হওয়ার পাশাপাশি এই ধাতুকে অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। আর সেই কারণেই সাজসজ্জার পাশাপাশি এটি বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহৃত হয়। এবারে আসি মূল প্রসঙ্গে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান সময়ে সবথেকে বেশি সোনা রয়েছে আমেরিকার কাছে। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (World Gold Council) তরফে তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেইখানেই কোন কোন দেশের সবথেকে বেশি পরিমাণে সোনা রয়েছে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে।
শুধু তাই নয়, ওই তালিকায় ভারত কোন স্থানে রয়েছে সেটিও সামনে এসেছে। জানিয়ে রাখি যে, কোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে সেই দেশে মজুত থাকা সোনার পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায়, এই তালিকায় একাধিক দেশকে পিছনে ফেলেছে ভারত।
আরও পড়ুন: ৫০০ বছর আগে রাম মন্দির ভেঙেছিলেন মীর বাকি! তাঁর যা পরিণতি করেছিলেন এই রানি, শুনে গর্ব হবে
ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বে সবথেকে বেশি সোনা মজুত রয়েছে আমেরিকায়। যেটির পরিমাণ হল ৮১৩৩৬.৪৬ টন। পাশাপাশি, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিতীয় জাপান। ওই দেশে রয়েছে ৩,৩৫২ টন সোনা। এদিকে, এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। যেখানে রয়েছে ২৪৫১ টন সোনা।
আরও পড়ুন: ঘটবে আরও উন্নতি, এবার সুইজারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার হবে ভারতীয় রেলে! কি জানালেন রেলমন্ত্রী?
ভারতের অবস্থান: এর পাশাপাশি রাশিয়ায় রয়েছে ২,৩২২.৭৪ টন সোনা। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পুতিনের দেশ। এদিকে, চিন রয়েছে ষষ্ঠ স্থানে (২,১৯১.৫৩ টন সোনা)। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে ভারতের স্থান কততে রয়েছে? জানিয়ে রাখি যে, এই তালিকায় ভারত রয়েছে নবম স্থানে। পাশাপাশি, ভারতের কাছে রয়েছে ৮০০.৭৮ টন সোনা। যেটির বাজার মূল্য হল প্রায় ৪৮,১৫৭ মার্কিন মিলিয়ন ডলার।