আত্মনির্ভরতার নয়া নজির! ভারতের উপকূলরক্ষী বাহিনী পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজ

Published on:

Published on:

India has received its first pollution control vessel.
Follow

বাংলাহান্ট ডেস্ক: দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের (India) প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ ‘সমুদ্র প্রতাপ’ আনুষ্ঠানিকভাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। গোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার জাহাজটির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, প্রতিরক্ষা সচিব এবং উপকূলরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জাহাজটির সংযোজন দেশের সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

ভারতের (India) প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ হাতে এলো উপকূলরক্ষা বাহিনীর:

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাহাজটির প্রায় ৬০ শতাংশ যন্ত্রাংশই দেশীয় প্রযুক্তিতে নির্মিত, যা ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের একটি বড় সাফল্য। তিনি জাহাজটিকে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের একটি বাস্তব রূপ বলে বর্ণনা করেন। তাঁর মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বৃদ্ধি পেলে ভারতের কৌশলগত স্বয়ংসম্পূর্ণতা, কর্মসংস্থান এবং প্রযুক্তিগত সক্ষমতা—সবদিকই শক্তিশালী হবে।

আরও পড়ুন: বাংলাদেশে নিষিদ্ধ হল IPL সম্প্রচার! বিবৃতির মাধ্যমে কী জানাল ইউনূস সরকার?

‘সমুদ্র প্রতাপ’-এর নকশা করা হয়েছে মূলত সমুদ্র দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য। আধুনিক সেন্সর ও বিশেষায়িত প্রযুক্তির সাহায্যে জাহাজটি সমুদ্রের জলে মিশে থাকা তেল, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান শনাক্ত করতে সক্ষম। দূষণের মাত্রা বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ারও ক্ষমতা রয়েছে এর, যা তেলবাহী জাহাজ দুর্ঘটনা বা শিল্প দূষণের মতো পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ সম্ভব করবে।

দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি তল্লাশি ও উদ্ধার অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘সমুদ্র প্রতাপ’। প্রাকৃতিক দুর্যোগ, নৌ-দুর্ঘটনা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে এই জাহাজ ব্যবহার করে উদ্ধারকাজ পরিচালনা করা যাবে। ভারতের উপকূলীয় জলসীমা এবং বিশেষ কিছু অঞ্চলে  নিয়মিত নজরদারির কাজেও এটিকে নিয়োজিত করা হবে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী।

India has received its first pollution control vessel.

আরও পড়ুন:আধার কার্ডে বড় বদল! বাবা বা স্বামীর নাম যুক্ত করতে আর লাগবে না ডকুমেন্ট—জানুন নতুন পদ্ধতি

প্রযুক্তিগত দিক থেকে ‘সমুদ্র প্রতাপ’ একটি অত্যন্ত শক্তিশালী ও বৃহদাকার জাহাজ। এর দৈর্ঘ্য ১১৪.৫ মিটার, প্রস্থ ১৬.৫ মিটার এবং ওজন প্রায় ৪,১৭০ টন। এটি বর্তমানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বহরে থাকা সবচেয়ে বড় জাহাজ। আধুনিক সরঞ্জাম ও বহুমুখী সক্ষমতার কারণে ‘সমুদ্র প্রতাপ’ দেশের সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং নিরাপত্তা কার্যক্রমে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।