বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমেরিকা ভারতের (India) ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই সমস্যা সমাধানের জন্য, ভারত ইতিমধ্যেই ২৪ টি দেশের সঙ্গে চুক্তি করেছে এবং দেশের জন্য নতুন বাজারের অনুসন্ধান করেছে। শুধু তাই নয়, ভারত বিগত মাসগুলিতে বাণিজ্য শুল্কের জন্য যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে ওই ২৪টি দেশের সহায়তায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারত সরকার এমন তথ্য প্রকাশ করেছে যা আমেরিকার ঘুম উড়িয়ে দিতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
২৪ টি দেশের সঙ্গে ডিল সম্পন্ন করল ভারত (India):
এই ২৪ টি দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে: চলতি অর্থবর্ষের প্রথমার্ধে, ভারতীয় (India) রফতানিকারীরা ২৪টি দেশে রফতানিতে ইতিবাচক বৃদ্ধির কথা জানিয়েছেন। ওই ২৪ টি দেশের মধ্যে কোরিয়া থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহী, জার্মানি, টোগো, মিশর, ভিয়েতনাম, ইরাক, মেক্সিকো, রাশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, কানাডা, পোল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, থাইল্যান্ড, বাংলাদেশ, ব্রাজিল, বেলজিয়াম, ইতালি, তানজানিয়া সহ অন্যান্য দেশ রয়েছে। অন্যদিকে, আমেরিকায় রফতানি হ্রাস পেয়েছে। মূলত সেপ্টেম্বরে ওয়াশিংটন কর্তৃক আরোপিত উচ্চ শুল্কের কারণেই এমনটা ঘটেছে।

কত রফতানি হয়েছে: এই প্রসঙ্গে একজন আধিকারিক জানিয়েছেন যে, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথমার্ধে (এপ্রিল থেকে সেপ্টেম্বর) ওই ২৪ টি দেশে মোট রফতানি হয়েছে ১২৯.৩ বিলিয়ন ডলার। যা আগের অর্থবর্ষের একই সময়ের তুলনায় ইতিবাচক বৃদ্ধি দেখিয়েছে। এদিকে, পরিমাণ রফতানি ভারতের (India) মোট রফতানির ৫৯ শতাংশ। চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর মাসে রফতানি ৩.০২ শতাংশ বেড়ে ২২০.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং আমদানি ৪.৫৩ শতাংশ বেড়ে ৩৭৫.১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যার ফলে বাণিজ্য ঘাটতি ১৫৪.৯৯ বিলিয়ন ডলারে রয়েছে। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে ১৬ টি দেশে ভারতের রফতানি নেতিবাচক বৃদ্ধি পরিলক্ষিত করেছিল। এই দেশগুলি ভারতের রফতানিতে প্রায় ২৭ শতাংশ (৬০.৩ বিলিয়ন ডলার) অবদান রাখে।
আরও পড়ুন: বিহারের নির্বাচনে “এন্ট্রি” বৈভব সূর্যবংশীর! পেলেন বিশেষ দায়িত্ব
ভারতের মনোযোগ এই দেশগুলিতে স্থানান্তরিত হচ্ছে: বিষয়টির পরিপ্রেক্ষিতে একজন রফতানিকারী জানিয়েছেন যে, ভারতীয় (India) পণ্যের ওপর আমেরিকার বিশাল ৫০ শতাংশ শুল্ক আমেরিকাতে রফতানির ওপর প্রভাব ফেলছে। এমতাবস্থায়, রফতানিকারীরা আফ্রিকার দিকে মনোযোগ দিচ্ছন। ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সহ অন্যান্য ভৌগোলিক অঞ্চলে রফতানি বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। যা আগামী মাসগুলিতেও অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে। তথ্য অনুসারে, ওয়াশিংটন কর্তৃক আরোপিত উচ্চ শুল্কের কারণে সেপ্টেম্বরে আমেরিকায় ভারতের পণ্য রফতানিও ১১.৯৩ শতাংশ কমে ৫.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর! মাত্র ৬০ টাকায় ইডেন গার্ডেন্সে দেখা যাবে টিম ইন্ডিয়ার ম্যাচ
আমেরিকার সঙ্গে ট্রেড স্ট্যাটাস: প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়ের মধ্যে, আমেরিকায় ভারতের (India) রফতানি ১৩.৩৭ শতাংশ বেড়ে ৪৫.৮২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যেখানে আমদানি ৯ শতাংশ বেড়ে ২৫.৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, ২৭ অগাস্ট থেকে মার্কিন বাজারে প্রবেশকারী ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ ব্যাপক শুল্ক আরোপ করেছে আমেরিকা। এমতাবস্থায়, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশ একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।












