অস্ট্রেলিয়ার মাটিতে ক্রমাগত দাপট দেখিয়ে চলেছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা। নিজেদের ঘরের মাঠে অজিরা যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রথম ম্যাচে গাব্বায় পাকিস্তানকে একেবারে ধুরমুস করার পর দ্বিতীয় ম্যাচেও এডিলেট পাকিস্তানকে ইনিংসে হারালো অস্ট্রেলিয়া দল। এরফলে চারিদিক থেকে প্রশ্ন-উঠতে শুরু করেছে অস্ট্রেলিয়া দল কি তাহলে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠলো? আর এমন সময় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলে উঠলেন অস্ট্রেলিয়া কে তাদের ঘরের মাটিতে হারানোর মতো ক্ষমতা রয়েছে একমাত্র বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে।
360 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে রয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। আর তার পরেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে 176 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া দল। আর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পরেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন টুইট করে জানালেন যে এই কমিশনের অস্ট্রেলিয়া দলকে হারানোর ক্ষমতা রয়েছে একমাত্র ভারতীয় দলের কাছে।
আর মাইকেল ভনের এই টুইটের পর এক ক্রিকেট ভক্ত লিখেছেন যে এই মুহূর্তে ভারতীয় দলে যে মানের ক্রিকেটার রয়েছে তাতে অস্ট্রেলিয়া কে হারাতে ভারতকে বেশি কষ্ট করতে হবে না খুব সহজেই অস্ট্রেলিয়া দলকে হারিয়ে ফেলতে পারে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল। অপরদিকে আরেক ক্রিকেট ভক্ত লিখেছেন আগামী বছর ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যে সিরিজ হতে চলেছে সেটা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সিরিজ। এই সিরিজ ঘিরে বাড়তি উন্মাদনা দেখা যাবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। উল্লেখ্য আগামী বছরের শেষের দিকে ভারত উড়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে। আপাতত সমস্ত ক্রিকেটপ্রেমীরা সেই দিকেই তাকিয়ে রয়েছেন।