WTC ফাইনালে অস্ট্রেলিয়া! জটিল হলো রোহিতদের অঙ্ক, সরু সুতোর ওপর ঝুলছে ভারতের ভাগ্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্দোরে (Indore Test) তৃতীয় দিনের দ্বিতীয় বলেই যখন উসমান খাওয়াজাকে ড্রেসিংরুমে ফেরত পাঠান অশ্বিন (Ravi Ashwin), তখন অনেকের মনে একটা মৃদু আশার আলো জ্বলে উঠেছিল। তবে কি ইন্দোরের মাটিতে ইতিহাস রচনা করবে ভারতীয় দল (Team India)? কিন্তু তেমনটা হতে দিলেন না ডেভিড ওয়ার্নারের জায়গায় দলে সুযোগ পাওয়া ট্র্যাভিস হেড (Travis Head)। মার্নাস লাবুশানেকে (Marnus Labuschagne) সঙ্গে নিয়ে প্রথমে কিছুটা সতর্ক এবং তারপর আগ্রাসী ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে পৌঁছে দিলেন কাঙ্খিত লক্ষ্যে। লোকে অস্ট্রেলিয়ার এই স্মরণীয় জয়ের জন্য প্রশংসা করছে স্টিভ স্মিথের (Steve Smith) অধিনায়কত্বেরও। কামিন্সের অনুপস্থিতিতে তিনি যেভাবে নিজের বোলারদের ব্যবহার করেছেন তা ছিল রীতিমত প্রশংসনীয়।

ভারতের এই হারের কারণ খুঁজতে বসলে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ বিষয়ে সকলের সামনে উঠে আসবে। মহেন্দ্র সিংহ ধোনির আমল থেকেই ভারতীয় দল আন্ডার প্রিপেয়ার্ড, টার্নিং উইকেটে খেলার তত্ত্বে বিশ্বাসী। সেই তত্ত্ব মেনে সাফল্যও পেয়েছে ভারত। কিন্তু যত দিন যাচ্ছে তত ভারতীয় ব্যাটাররাও যেন স্পিন খেলার কৌশল ভুলে যাচ্ছেন। সৌরভ গাঙ্গুলী বা সচিন টেন্ডুলকারের অনায়াসে দক্ষতার সাথে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করতেন, তেমনটা দেখা যায় না রোহিত শর্মা বা বিরাট কোহলিদের ক্ষেত্রে। তার একটা বড় প্রমাণ হল চলতি বর্ডার-গাভাস্কার ট্রফি।

ভারত নাগপুর এবং দিল্লিতে যে টেস্ট দুটি জিতেছে তাতে অত্যন্ত বড় অবদান ছিল ভারতের লোয়ার মিডল অর্ডারের। দুটি ম্যাচেই, বিশেষ করে দিল্লিতে যদি অক্ষর প্যাটেল ব্যাট হাতে রুখে না দাঁড়াতে পারতেন তাহলে ম্যাচ কোন দিকে গড়াতো সেই নিয়ে সন্দেহ থেকেই যায়। ইন্দোর টেস্টেও ২ ইনিংসেই অপরাজিত থেকে গিয়েছিল অক্ষর। কিন্তু উল্টো দিক থেকে কোনওরকম সাহায্য না পাওয়ায় ব্যাট হাত বড় রকমের কোনও ভূমিকা রাখতে পারেননি তিনি এই টেস্টে।

ইন্দোরের এই হার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নেও বড় ধাক্কা দিল। জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে এই সিরিজে জিততেই হবে ভারতকে। কিন্তু অস্ট্রেলিয়া প্রমাণ করে দিয়েছে ব্যাটিংয়ে না পারলেও তারা স্পিন বোলিং দিয়ে ভারতকে ঘায়েল করতে প্রস্তুত। ইন্দোর ম্যাচে ১১ উইকেট নিয়ে লিয়ন ও ৬ উইকেট নিয়ে কুহেনেম্যান আহমেদাবাদের জন্য আগাম বার্তা পাঠিয়ে দিয়েছে ভারতীয় দলকে।

australia win india

অস্ট্রেলিয়ার ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ভারতের ভাগ্য এখনো নিশ্চিত নয়। যদি আহমেদাবাদের টেস্ট অস্ট্রেলিয়া জিতে যায় এবং এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নেওয়া শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডকে তাদের মাটিতে পরাজিত করে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলকে টপকে তারাই এই ফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলবে।

এই মুহূর্তে পয়েন্টস টেবিলে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৬০.২৯। ৬৮.৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে গেলে ভারতের মাটিতে একটি জয় প্রয়োজন ছিল, যা তারা ইন্দোরে তুলে নিয়েছে। ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। তারা যে কিউয়িদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয় লাভ করতে পারবে এমনটা কেউই আশা করে না। কিন্তু ভারতীয় দল কোনরকম ঝুঁকি নিতে চায় না। আহমেদাবাদ টেস্ট জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চান রোহিতরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর