বাড়িতে আছে সন্তান, চাকরির দাবিতে শিক্ষামন্ত্রীকে ফোন মাধ্যমিকের কৃতি ছাত্রীর

বাংলাহান্ট ডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় অনেক বিচিত্র ঘটনা উঠে আসে। যেমন বাল্যবিবাহ ও অল্প বয়সেই মাতৃত্বলাভের ঘটনা। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার্থী অল্প বয়সেই মা হয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গেও এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে এক মাধ্যমিক পরীক্ষার্থী অন্তঃসত্বা ছিলেন। পরীক্ষার হলেই তাঁর প্রসব বেদনা ওঠে। রাজস্থানে (Rajasthan) একই ধরনের ঘটনা না ঘটলেও যা ঘটেছে তা বিচিত্র।

এই ঘটনায় অবাক হয়েছেন খোদ শিক্ষামন্ত্রীও। বৃহস্পতিবার রাজস্থানের দশম ও দ্বাদশের ওপেন পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী বিডি কল্লা (BD Kalla)। কৃতি পরীক্ষার্থীদের ফোন করে অভিনন্দন জানান তিনি। সেখানেই তিনি জানতে পারেন যে দশমে সেরা হয়েছেন যিনি, সেই নির্মলা বিবাহিত। শুধু তাই নয়, তাঁর সন্তানও রয়েছে।

bd kalla

শিক্ষামন্ত্রীর মতে, নির্মলা অন্যান্য মহিলাদের জন্য একটি উদাহরণ তৈরি করেছেন। যে সংসার সামলেও কীভাবে পরীক্ষায় সেরা হওয়া যায়। বিডি কল্লার সঙ্গে কথোপকথনের সময় নির্মলা জানান, দ্বাদশ শ্রেণির পর চাকরি করতে ইচ্ছুক তিনি। তখন শিক্ষামন্ত্রী তাঁকে REET-এর জন্য বিএসটিসি-র ট্রেনিং করার পরামর্শ দেন। নির্মলাকে এ দিন ফোন করে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী বিডি কল্লা।

ফোনে তিনি বলেন, “তুমি খুব ভাল ফল করেছো। তোমায় অভিনন্দন। এরপর কী নিয়ে এগোতে চাও?” উত্তরে নির্মলা বলেন, “স্যার, এরপর দ্বাদশ শ্রেণি পাশ করতে চাই।” দ্বাদশের পরে তিনি কী করতে চান জানতে চাওয়া হলে নির্মলা বলেন, “আমি কলেজে পড়তে চাই না। আমার সন্তান রয়েছে। তাই দ্বাদশের পর কোনও ছোটখাটো চাকরি করতে চাই।”

সেই সময় মন্ত্রী তাঁকে জানান যে শিক্ষিকা হতে গেলে তাঁকে REET পরীক্ষায় বসতে হবে। তার জন্য প্রথমে বিএসটিসি-র প্রশিক্ষণ নিতে হবে। প্রসঙ্গত, এ দিন ওপেন পরীক্ষার সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষারও ফলাফল জারি হয়েছে। দশম শ্রেণিতে ৭১.৮৬ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে ৪৭.৬৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর