পাকিস্তানের পারমাণবিক হুঁশিয়ারিতে সরব দিল্লি, ‘শত্রু’ দেশকে বড় কথা মনে করাল কেন্দ্র

Published on:

Published on:

India Hits Back at Pakistan’s Nuclear Threat

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনি এক অনুষ্ঠানে ভারতকে পরোক্ষভাবে পারমাণবিক হামলার হুমকি (Nuclear Threat) দেন। তাঁর বক্তব্য ঘিরে পাকিস্তানের সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার হয় এবং সীমান্ত উত্তেজনা আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতেই সরাসরি প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ভারতকে হুমকি (Nuclear Threat) দেওয়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি

শিবরাজ সিং চৌহান এক প্রকাশ্য সভায় বলেন, ভারত কোনও হুমকির (Nuclear Threat) কাছেই মাথা নত করবে না, তা সে পাকিস্তানের হোক বা আমেরিকার। তিনি জোর দিয়ে বলেন, ভারতের সেনা এবং নাগরিকরা দেশের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত। পাকিস্তানের উদ্দেশে তিনি অতীতের সামরিক অভিযানের কথা মনে করিয়ে দেন, বিশেষ করে ‘অপারেশন সিন্দুর’-এর উল্লেখ করেন, যা শত্রুপক্ষকে কড়া জবাব দেওয়ার নজির তৈরি করেছিল।

সিন্ধু জল চুক্তি প্রসঙ্গ

চৌহান তাঁর বক্তব্যে পাকিস্তানকে সিন্ধু জল চুক্তির কথাও স্মরণ করিয়ে দেন। তিনি ইঙ্গিত দেন, যদি পাকিস্তান এই ধরনের উস্কানি চালিয়ে যায়, তাহলে ভারত এই ঐতিহাসিক চুক্তি পুনর্বিবেচনা করতে পারে। কূটনৈতিক মহলের মতে, এই মন্তব্য পাকিস্তানের জন্য একটি বড় বার্তা, যে, ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের ক্ষমতাও যথেষ্ট।

India Hits Back at Pakistan’s Nuclear Threat

আরও পড়ুনঃ ইংরেজবাজার থেকে কোচবিহার, ৩৭ দিনে খুন ১০ তৃণমূল কর্মী, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা

ভারতকে হুমকি (Nuclear Threat) দেওয়া নিয়ে শিবরাজ সিং চৌহানের এই বক্তব্য শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিক মহলের কাছেও একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে যে, ভারত নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা প্রশ্নে এক ইঞ্চিও পিছিয়ে যাবে না। বিশ্লেষকদের মতে, এই কড়া অবস্থান আগামী দিনে ভারত-পাক সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে, এবং একই সঙ্গে আমেরিকার সঙ্গেও কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।