এবার লঙ্কা বধ! গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত।

মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, তারপর বাংলাদেশ, নিউজিল্যান্ডের পর এবার শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতেই সেমি ফাইনালে চলে গেল ভারতের প্রমীলা বাহিনী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ জিতেই সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল স্মৃতি মান্দানারা আর এবার গ্রূপ পর্বের শেষ ম্যাচ জিতে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে সেমি ফাইনালে চলে গেল ভারতের মহিলা বাহিনী।

মেলবোর্নে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে বেশি রান করতে পারে নি শ্রীলঙ্কা। মাত্র 113 রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতীয় বোলার রাজস্বি গায়কোয়াড এবং রাধা যাদবের দুর্দান্ত বোলিংয়ের দাপটে 113 রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। রাধা যাদব চারটি উইকেট নিয়েছেন।

24997318d7cd6a0bb7e9d7f8dffdb0e1c6ba08b7

শ্রীলঙ্কার দেওয়া 114 রানের টার্গেট পূরণ করতে নেমে দারুন শুরু করেন ভারতের দুই ওপেনার শেফালী ভার্মা এবং স্মৃতি মান্দানা। স্মৃতি মান্দানা 17 রান করে আউট হয়ে গেলেও নিজের চেনা ছন্দে ব্যাটিং করে যায় শেফালী ভার্মা। শেফালী ভার্মার 34 বলে 47 রানের উপর ভর করে 32 বল বাকি থাকতেই হাতে সাত উইকেট রেখে জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ভারত।


Udayan Biswas

সম্পর্কিত খবর