2027 সালে এএফসি এশিয়ান কাপ আয়োজনের দৌড়ে অন্যান্য দেশের সাথেই নেমে পড়ল ভারত। এশিয়া ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে ভারতের সাথে রয়েছে সৌদি আরব, ইরান, কাতার এবং উজবেকিস্তান। এফসির কাছে 2027 এশিয়া কাপ আয়োজন করতে চেয়ে এই পাঁচ দেশই ইতিমধ্যে আবেদন করেছে। এশিয়ান ফুটবলের সর্বময় সংস্থা এএফসি পরের বছরই এএফসি এশিয়ান কাপ আয়োজক দেশের নাম ঘোষণা করবে।
এখনো পর্যন্ত একবারও এশিয়ান কাপের আসর বসেনি ভারতের মাটিতে। ইতিমধ্যেই এই মেগা টুর্নামেন্ট দুবার করে আয়োজন করে ফেলেছে ইরান এবং কাতার। এছাড়াও কাতারে বসতে চলেছে আগামী 2022 ফুটবল বিশ্বকাপের আসর। আর তাই এটাই ভারতের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ এশিয়ার শক্তিধর দেশগুলিকে টেক্কা দিয়ে এফসি এশিয়ান কাপ নিজেদের দেশে আয়োজনের সুযোগ করে নেওয়ার।
ইতিমধ্যেই ভারত সুযোগ পেয়ে গিয়েছে 2022 এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজন করার। এছাড়াও 2023 সালে এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে চীন। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আগ্রহ প্রকাশ করলো 2027 এফসি এশিয়ান কাপ আয়োজন করার।