বাংলাহান্ট ডেস্কঃ লাদাখে (ladakh) ১৯,৩০০ ফুট উপরে বিশ্বের উচ্চতম রাস্তা (worlds highest road) বানানোর লক্ষ্যে রয়েছে ভারত (india)। চীনের সঙ্গে সংঘাতের মাঝে, ভারতের নেওয়া এই সিদ্ধান্তের জেরে কূটনৈতিক দিক থেকে বাড়িত সুবিধা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এভারেস্টের বেস ক্যাম্পকেও হার মানাবে এই রাস্তা।
নেপালে এভারেস্টের সাউথ বেস রয়েছে সমুদ্রতল থেকে সর্বোচ্চ ১৭,৫৯৮ ফুট উঁচুতে এবং উত্তরে তিব্বতের বেস ক্যাম্প প্রায় ১৬ হাজার ৯০০ ফুট ওপরে অবস্থিত। কিন্তু লাদাখে তৈরি ভারতের এই রাস্তা ১৯,৩০০ ফুট উচ্চতায় তৈরি হচ্ছে। লাদাখের সৌন্দর্যের অধিকারী উমলিঙ্গা পাসে তৈরি এই রাস্তায় যানবাহন চলাচলেরও সুবিধা থাকবে।
এতদিন বিশ্বের উচ্চতম স্থানে রাস্তা তৈরির রেকর্ড গড়েছিল বলিভিয়া। উচ্চতা ছিল ১৮,৯৫৩ ফুট। এবার সেই উচ্চতাকেও হার মানিয়ে বিশ্বের দরবারে নয়া রেকর্ড গড়ার পথে ভারত। চীনের আগ্রাসন নীতির পাল্টা দিতেই মূলত ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। বলিভিয়ার রেকর্ড ভেঙে নতুন এই উচ্চতম রাস্তা তৈরি হচ্ছে বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশনের হাত ধরেই।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় পাকিস্তানের পাশাপাশি এখন নতুন শত্রু হিসেবে মাথা চাড়া দিয়েছে চীন। সীমান্ত এলাকায় প্রতিনিয়ত কিছু না কিছু কৌশলে লিপ্ত রয়েছে চাইনিজ সেনারা। দফায় দফায় বৈঠক করেও লাল ফৌজের সঙ্গে কোনরকম সমঝোতায় আসা সম্ভব হয়নি ভারতবাহিনীর পক্ষে। সেই কারণেই ধারণা করা হচ্ছে ভারত- চীন সংঘাতের মধ্যে নয়া স্ট্র্যাটেজিক গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার লাদাখে এই রাস্তা তৈরির পরিকল্পনা করেছে।