লর্ডসে রোহিত-রাহুল জলওয়া! শেষবেলায় কোহলিকে হারিয়েও বড় রানের স্বপ্ন বুনছে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ ট্রেন্টব্রিজে রাহুল জাদেজার দুরন্ত পারফরম্যান্স এবং বোলিংয়ে বুমরার কাঁধে চেপে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি সেই আশায় সম্পূর্ণ জল ঢেলে দেয়। ফলত ড্র নিয়েই ট্রেন্টবিজ ছাড়তে হয়েছিল ভারতীয় দলকে, তবে কার্যত আজ লর্ডসে তার পুরোটাই উসুল করে নিল ভারত। যদিও শুরুটা ভালো হয়নি, কারণ টসে হেরে রুটদের আমন্ত্রণে মেঘে ঢাকা মাঠে ব্যাটিং করতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু ব্যাটিংয়ে আর চমকে দেন রোহিত রাহুল জুটি।

বিশেষত রোহিত শর্মা শুরু থেকেই ছিলেন দুরন্ত ফর্মে, একদিকে যেমন ধৈর্য তেমনি অন্যদিকে খারাপ বলকে বাউন্ডারি পাঠাতে আজ কোন ভুল করেননি রোহিত। অন্যদিকে রাহুল ছিলেন ক্রিকেটীয় ভাষায় এই ইনিংসের অ্যাংকার, ধৈর্যের সঙ্গে প্রথমদিনের পিচকে সম্মান জানাচ্ছিলেন তিনি। শতরানের পার্টনারশিপও হয় এই জুটির মধ্যে। শেষপর্যন্ত আন্ডারসনের বলে বোল্ড হয়ে সেঞ্চুরি মিস করেন হিটম্যান। ১৪৫ বলে ১১ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৮৩ রানের ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরেন তিনি। এরপর ডিপেন্ডেবল পূজারার উইকেটও দ্রুতই তুলে নিয়েছিলেন অ্যান্ডারসন।

কিন্তু আজ দলের হাল ধরেন বিরাট-রাহুল জুটি। কার্যত রোহিত ফেরার পর থেকেই হাত খুলতে শুরু করেছিলেন রাহুল। শেষ পর্যন্ত লর্ডসে সেঞ্চুরি এল ২১২ বলে। কার্যত টেস্ট ক্রিকেটে এক দুরন্ত কামব্যাক করে রাহুল বুঝিয়ে দিলেন সব ফরম্যাটের ক্রিকেট থেকেই তাকে বাইরে রাখা কতটা কঠিন। প্রথম ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন বিরাট, আন্ডারসনের বলে গোল্ডেন ডাক নিয়ে প্যাভিলিয়নে ফেরার পর যথেষ্ট সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।

20210812 233848

আজ শুরু থেকেই তার ইনিংস ছিল নিজের সাথে নিজের এক ধৈর্যের পরীক্ষা। লর্ডসে রেকর্ড ভালো নয় কোহলির, আজ তাঁকে কার্যত বদলে দিতে মরিয়া ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দিনের একদম শেষ লগ্নে রবিনসনের বলে কোহলিকে হারায় ভারত। সামান্য ধৈর্যচ্যুতির সুযোগ নিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। ব্যক্তিগত ৪৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। কার্যত যে দিনটা পুরোপুরি ভারতের হতে পারত তার কিছুটা যে ছিনিয়ে নিল ইংল্যান্ড তা বলাই বাহুল্য। আপাতত দিনশেষে তিন উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে রয়েছেন রাহানে এবং রাহুল। আজ দিন শেষে রাহুল অপরাজিত ১২৭ রানে, অন্যদিকে সবে খাতা খুলেছেন রাহানেও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর