২০২৪ সালে ৬০টি নতুন বন্দে ভারত পাচ্ছে দেশ! বাংলায় কটা? বড় তথ্য জানিয়ে দিল রেল

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে (India) ইতিমধ্যেই সফর শুরু করেছে অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পাশাপাশি, এই ট্রেনটিকে ঘিরে রেলের বিভিন্ন পরিকল্পনাও রয়েছে। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় রেল (Indian Railways) ২০২৪ সালে দেশের ১৪ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৬০ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা করছে। উল্লেখ্য যে, ২০২৩ সালে ৩৪ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছিল।

এই প্রসঙ্গে রেলের একজন আধিকারিক জানিয়েছেন, “বন্দে ভারত ট্রেন এবং রেকের উৎপাদন পরিকল্পনার অংশ হিসেবে, ভারতীয় রেল ২০২৪ সালে প্রায় ৭০ টি ট্রেনের ডেলিভারি নেওয়ার আশা করছে এবং সেগুলির মধ্যে প্রায় ৬০ টি ট্রেন ১৫ নভেম্বরের আগে নেওয়া হবে ও সেগুলিকে নতুন রুটে চালু করা হবে।” পাশাপাশি, তিনি আরও জানান, “বন্দে ভারত ট্রেনগুলির প্রয়োজনীয়তা এবং দীর্ঘমেয়াদ নিশ্চিত করার জন্য, একাধিক রাউন্ডের আলোচনা ও রেল বোর্ডের অনুমোদনের পরে রুটগুলি নির্ধারণ করা হয়। এখনও পর্যন্ত, রেল ৩৫ জোড়া রুট চিহ্নিত হয়েছে। যার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা চালু করা যেতে পারে। পাশাপাশি, আরও ৫০ টি শহরের জন্য কেস স্টাডি চলছে।” এদিকে, রেল মন্ত্রক সমগ্ৰ নেটওয়ার্ক জুড়ে জোনাল রেলের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজারদের চাহিদার ভিত্তিতে কার্যকরী অরিজিন-ডেস্টিনেশন (OD) পেয়ার শনাক্ত করার নির্দেশ দিয়েছে।

India is getting 60 new Vande Bharat Express in 2024

এই বিষয়ে রেলের অন্য একজন আধিকারিক জানিয়েছেন যে, রাজ্য সরকারগুলি বিশেষ করে কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বিহার এবং কেরালা, সম্ভাব্য রুটগুলির ভিত্তিতে ভারতীয় রেলের সাথে যোগাযোগ করেছে এবং সেগুলি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, বন্দে ভারত ট্রেনগুলি রেল সেইসব জায়গায় চালু করতে চাইছে যেখানে বিমান যোগাযোগ খুব বিস্তৃত নয় বা অত্যন্ত ব্যয়বহুল। তিনি বলেন, “এখনও পর্যন্ত, ভারতীয় রেল বন্দে ভারতের রুট চালু করার জন্য প্রায় প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অনুরোধ পেয়েছে। এমতাবস্থায়, সমস্ত রুট বিবেচনা করা হচ্ছে।” লঞ্চের পরিকল্পনা অনুসারে, সরকার ২০২৪ সালের জুনের মধ্যে প্রায় ১৭ টি নতুন রুট চালু করতে চাইছে। এটির পরে প্রতি পাক্ষিকে ৪ টি নতুন রুট চালু করা হবে।

আরও পড়ুন: বিরাট সুখবর! ফের ৪ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার, মিলবে এই দিন থেকে, খুশিতে আত্মহারা কর্মীরা

পাশাপাশি, এটাও জানা গিয়েছে যে, ভারতীয় রেল উত্তরের রাজ্যগুলিতে ৩৪ টি নতুন রুটে নতুন বন্দে ভারত ট্রেন এবং দক্ষিণ ভারতের রুটে ২৫ টি নতুন ট্রেন চালু করার কথা বিবেচনা করছে। এই প্রসঙ্গে আধিকারিক জানিয়েছেন, “২০২৪ সালে যে কয়েকটি রুটে বন্দে ভারত ট্রেন চালু হবে তার মধ্যে রয়েছে মুম্বাই থেকে শেগাঁও, পুণে থেকে শেগাঁও, বেলাগাভি থেকে পুণে, রায়পুর থেকে বারাণসী এবং কলকাতা থেকে রৌরকেল্লা।” এছাড়াও, গুজরাটের ভাদোদরা শহরকে পুণের সাথে সংযোগকারী দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক বরাবর একটি বন্দে ভারত ট্রেন চালু করার জন্য কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: এক চার্জে স্মার্টফোন চলবে ৫০ বছর! আশ্চর্য ব্যাটারি আবিষ্কার করে বিশ্বকে তাক লাগাল চীন

উল্লেখ্য যে, গত ১৫ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত, ভারতীয় রেল ভারত জুড়ে ৪১ টি বন্দে ভারত ট্রেন পরিচালনা করছে। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, সরকার ২০৪৭ সালের মধ্যে ৪,৫০০ টি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এদিকে, ভারতীয় রেল এখনও পর্যন্ত ৪০২ টি বন্দে ভারত ট্রেনের জন্য চুক্তি প্রদান করেছে। যেগুলির ডেলিভারি ২০২৭-এর মার্চের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর