ভারতীয় স্মার্টফোন প্রেমীদের জন্য চরম দুঃসংবাদ, হতে হচ্ছে ভোগান্তির শিকার

বাংলা হান্ট ডেস্কঃ চিপ সর্টেজ বা যন্ত্রাংশের সর্টেজের কারণে সমস্যায় পড়তে হয়েছে বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলিকে। কারও কারও প্রোডাকশন তো রীতিমতো অর্ধেক হয়ে গিয়েছে। এমনকি ব্যবসাক্ষেত্রে বড় লোকসানের মুখোমুখি হতে হয়েছে কোম্পানিগুলিকে। এবার ভারতে স্মার্টফোনের ক্ষেত্রেও এমনই এক বড় সমস্যা দেখা দিল। বিশেষত জনপ্রিয় Xiaomi, Samsung, Apple এবং Realme এর স্মার্টফোন গুলি এখন একেবারেই পাওয়া যাচ্ছে না রিটেল কিম্বা অনলাইনে।

কাউন্টার পয়েন্টের রিচার্জ এক্সিকিউটিভ তরুণ পাঠক জানিয়েছেন, এই বছর দীপাবলিতে ব্র্যান্ডগুলি কোনভাবে স্টক করে করে গ্রাহকদের চাহিদার মোকাবেলা করেছে। কিন্তু দিপাবলীর পর চাহিদা 30 থেকে 40 শতাংশ কমে গেলেও এখন চাহিদা পূরণ করতে একেবারেই ব্যর্থ হচ্ছে কোম্পানিগুলি। গ্রাহকদের মধ্যে মাত্র কুড়ি থেকে ত্রিশ শতাংশ গ্রাহককেই পছন্দের স্মার্টফোন পৌঁছে দেওয়া যাচ্ছে। অর্থাৎ চাহিদার তুলনায় যোগান অত্যন্ত কম।

বিশ্লেষকদের মতে এভাবে চলতে থাকলে এই ত্রৈমাসিকে বড় ধাক্কা খেতে পারে সমস্ত জনপ্রিয় ব্র‍্যান্ডগুলির ব্যবসা। বিশ্বব্যাপী চিপ সর্টেজের কারণেই এই সমস্যার মুখে পড়তে হয়েছে কোম্পানিগুলিকে। এদের মধ্যেই এক সংস্থার আধিকারিক জানিয়েছেন, কবে থেকে যন্ত্রাংশের এই অভাব ঠিক হবে তা বলা যাচ্ছে না। তবে এরকম চলতে থাকলে আগামীদিনের সমস্যা আরও বাড়বে। অনেকের মতে, জনপ্রিয় স্মার্টফোনগুলির চাহিদামত যোগানের এই অভাব এই বছরের শেষ অবধি চলতে পারে।

148005 phones review oneplus 7 pro review device image1 doq3v75wuy

জানিয়ে রাখি, এই মুহূর্তে Xiaomi-এর Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max, Redmi 10 Prime, Redmi Note 10T 5G এবং Mi 10i স্মার্টফোন গুলির যথেষ্ট অভাব রয়েছে। বিভিন্ন ই-মার্কেট প্ল্যাটফর্ম গুলিতেও চাহিদা অনুযায়ী যোগানের অভাব রয়েছে। Samsung-এর ক্ষেত্রে M এবং S সিরিজের স্মার্টফোনগুলিরও অবস্থা একই। এছাড়া ফ্লিপকার্টে অ্যাপেলের আইফোন 11,আইফোন 12, এবং আইফোন 13 প্রো সিরিজ এখন একেবারেই পাওয়া যাচ্ছে না।

 

ad

Abhirup Das

সম্পর্কিত খবর