অবাক কাণ্ড! এবার ভারতের সাথে জুড়ে যাবে এই মহাদেশ? তৈরি হবে নতুন মহাসাগর

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের (India) আয়তন ৩২, ৮৭,২৬৩ কিমি । তবে এবার ভারত আরো বৃহৎ দেশে পরিণত হতে চলেছে। বদলে যাবে মানচিত্রের নকশা। শুনতে অবাক লাগলেও এমনই তথ্য উঠে আসছে। সাম্প্রতিককালে শোনা যাচ্ছে আফ্রিকা ভেঙে গিয়ে যুক্ত হবে আমাদের দেশের সঙ্গে। এর ফলেই ভারত আরো বৃহদাকার দেশে পরিণত হবে। দীর্ঘদিন ধরেই ক্ষয় হচ্ছে আফ্রিকা। এমনকি ফাটল দেখা দিয়েছে বলে জানা যায়। এর ফলেই এমন পরিবর্তন ঘটতে চলেছে বলে জানা যায়।

আফ্রিকা ভেঙে গিয়ে ভারতের (India) সাথে যুক্ত হবে:

আসলে পৃথিবীর বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতি সময় প্লেটগুলি ভূগর্ভ থেকে সরে যায়। আর এর ফলে ভাঙন শুরু হয়। আর এই ভাঙন গোটা বিশ্বে বিপুল পরিবর্তন আনে। আর এবার জানা যাচ্ছে পূর্ব আফ্রিকায় বহুদিন আগে থেকেই ভাঙন শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে আফ্রিকার ওই অংশ ভেঙে গেলে ভারতের (India) সাথে জুড়ে যাবে। যদিও এই ভাঙন সম্পন্ন হতে এখনো বিপুল সময় বাকি।

India is going to connect with this country

পূর্ব আফ্রিকা ভেঙে যাওয়ার ফলে ঠিক কি কি হবে: জানা গিয়েছে, পূর্ব আফ্রিকার সোমালি প্লেট সরে যাওয়ার ফলে এমন ঘটনা ঘটা শুরু হয়েছে। আর এই প্লেট সরে যাওয়ার কারণেই নতুন মহাসাগরের জন্ম হবে। সেই সাথে ভারতের (India) সাথে জুড়ে গেলে দেশের আয়তনও অনেক বেশি বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে পৃথিবী সর্বদাই পরিবর্তনশীল। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে স্থলভাগের প্লেটগুলি ক্রমশই সরতে থাকে। তবে এই বিষয়টি আমরা দেখতে পাই না। পৃথিবীর পরিবর্তনের ফলে তা সহজেই বোঝা যায়।

আরও পড়ুনঃ হাইপারসনিক, AI, রোবোটিক্স….২০২৫ সালে আরও শক্তিশালী হবে ভারতীয় সেনা, জানলে চমকে উঠবেন

ঠিক কি কারনে আফ্রিকার এমন পরিবর্তন: বিশেষজ্ঞদের মতে আফ্রিকার এই পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে জলভাগের ভেতর ভূমিকম্প। প্রায় ৪২০ টি ভূমিকম্প হয়েছে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। উল্টোদিকে আফ্রিকার এই ভাঙনের কারণে আফ্রিকার ভৌগোলিক আয়তনে বিপুল পরিবর্তন ঘটতে পারে। বিশেষ করে, জাম্বিয়া, উগান্ডার মতো জায়গাগুলো ভারতের (India) সঙ্গে জুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ২ বছর পরেও বিচার অধরা! এই মামলার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে গ্রামবাসীরা 

ভারতের সাথে আফ্রিকা জুড়ে গেলে ঠিক কি হবে: বিজ্ঞানীদের মতে ভারতের (India) সাথে আফ্রিকার ওই বিশেষ অংশগুলি জুড়ে গেলে রাজস্থান থেকে মুম্বাইয়ের সমুদ্রপথ বিলুপ্ত হয়ে যেতে পারে। সেখানে সৃষ্টি হবে বৃহদাকার পাহাড়। শুধু তাই নয় একই সাথে, ভারতের এই অংশগুলি বরফের তলায় ঢাকা পড়ে যাবে মনে করছেন বিজ্ঞানীরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে আফ্রিকার এই ভাঙন গোটা বিশ্বে বিপুল পরিবর্তন আনতে পারে। তবে এখনই ঘটছে না, এই পরিবর্তন হতে আরও বেশ কিছু বছর সময় লাগবে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর