আর্থিক দিক থেকে শুভ সঙ্কেত, GDP বৃদ্ধির পর এবার ৪৫ শতাংশ রপ্তানিও বাড়াল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ করোনা আবহে কার্যত ধ্বসে গিয়েছিল ভারতীয় অর্থনীতি। এখন এ বিষয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। সম্প্রতি অর্থমন্ত্রক প্রকাশিত জিডিপি রিপোর্টেও তার কিছুটা প্রভাব চোখে পড়েছিল। এবার আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে বলে জানানো হলো বাণিজ্য মন্ত্রক সূত্রে। বৃহস্পতিবার এ বিষয়ে একটি রিপোর্ট জারি করেছে বাণিজ্য মন্ত্রক। সেই সূত্র ধরেই সামনে এসেছে আমদানি রপ্তানি গত আর্থিক বর্ষের তুলনায় অনেকটাই বেড়েছে।

মন্ত্রক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগস্ট মাসে দেশ থেকে বিভিন্ন পণ্যের রপ্তানি প্রায় ৪৫.১৭ শতাংশ বেড়ে ৩৩.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছর এই সময় রপ্তানির পরিমাণ ছিল ২২.৮৩ বিলিয়ন ডলার। চলতি আর্থিক বর্ষে এপ্রিল থেকে আগস্ট অবধি মোট রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় ৬৬.৯২ শতাংশ। যার জেরে রপ্তানি মূল্য দাঁড়িয়েছে ১৬৩.৬৭ বিলিয়ন ডলার। গত বছর এই পরিমাণ ছিল ৯৮.০৫ বিলিয়ন ডলার।

চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে আগস্ট অবধি আমদানির পরিমাণও প্রায় ৮১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৯.৫৪ বিলিয়ন ডলারে। শুধু আগস্টেই আমদানি বৃদ্ধি পেয়েছে প্রায় ৫১.৪৭ শতাংশ। গত বছর আগস্টে যা ছিল ৩১.০৩ বিলিয়ন ডলার, এবছর আগস্টে সেই আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭.০১ বিলিয়ন ডলার। সাথে সাথে বেড়েছে বাণিজ্য ঘাটতিও। বাণিজ্য ঘাটতি হলো আমদানি এবং রপ্তানি মূল্যের মধ্যে পার্থক্য। এই মুহূর্তে তা ৮.২ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮৭ বিলিয়ন ডলার।

C-Voter Survey: 72% demand price hike under PM Narendra Modi

প্রসঙ্গত, পিআইবির রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষে ভারতের মোট রপ্তানির পরিমাণ ছিল ৩৩১.০২ বিলিয়ন ডলার। মোট আমদানির পরিমাণ ছিল ৫০৭.৪৪ বিলিয়ন ডলার। অবশ্য তখনও সেভাবে করোনা আসেনি। প্রসঙ্গত, আমদানি রপ্তানির সাথে সাথে একইসঙ্গে বেড়েছে জিএসটি কালেকশনও। খবর অনুযায়ী এই আগস্ট মাসেও জিএসটি ভারত সরকারের ঘরে এসেছে ১.১২ লক্ষ কোটি টাকা।

 


Abhirup Das

সম্পর্কিত খবর