বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। তারপর বাটলারের দলের বিরুদ্ধে একটি একদিনের সিরিজ খেলবে রোহিত শর্মারা। তারপরে এশিয়া কাপের আগে একবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও ট্যুরে যাবে ভারতীয় দল। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। ওয়ান ডে-এর পর একটি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে। এরপরই মনে করা হচ্ছিল যে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। কিন্তু তেমনটি হচ্ছে না।
শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পর একবার জিম্বাবোয়ে সফরেও যাবে ভারতীয় দল। যদিও বিসিসিআই কিংবা জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড এখনও এই ব্যাপারে অফিসিয়াল ঘোষণা করেনি। কিন্তু মনে করা হচ্ছে আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ম্যাচগুলি আয়োজিত হবে। ২০১৬ সালের পর ফের একবার জিম্বাবোয়ে যাবে ভারত।
শেষবার ধোনির অধিনায়কত্বয় জিম্বাবোয়ের মাটিতে টি টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলেছিল ভারত। কিন্তু এবার শুধুমাত্র ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজ জিম্বাবোয়ের কাজে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ওয়ান ডে সুপার লিগের অন্তর্ভুক্ত। ভারত নিজে ২০২৩ একদিনের বিশ্বকাপের আয়োজক হওয়ায় এই সিরিজের যে কোনও রকমের ফলে তাদের কোনও সমস্যা থাকবে না।
এশিয়া কাপের একদম আগে এই প্রতিযোগিতাটি আয়োজিত হবে বলে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের এই সিরিজে খেলার কোনও সম্ভাবনা নেই। ফলে এই সিরিজে আবারও একবার নতুন করে কাউকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।