রাশিয়া-ইউক্রেন সংঘাত আসলে “মোদীর যুদ্ধ”, অদ্ভুত যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন ট্রাম্পের সচিব

Published on:

Published on:

India is the reason of Russia-Ukraine war continuation

বাংলাহান্ট ডেস্ক: রাশিয়ার এখনও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ (Russia-Ukraine War) চালিয়ে যাওয়ার একমাত্র কারণ হল ভারত (India)। রাশিয়ার ইউক্রেনের এই যুদ্ধটা হল ‘মোদির যুদ্ধ’। এমনই আজব মন্তব্য করে বসলেন ট্রাম্প উপদেষ্টা পিটার নাভারো (Peter Nvarro)। তাঁর দাবি, ভারতের ছাড়ে রাশিয়ার তেল কেনা রাশিয়ান আগ্রাসনকে উৎসাহিত করেছে। যা আমেরিকার (America) করদাতাদের উপর বোঝা চাপিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য (Russia-Ukraine War)

রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের ভারতের বিরুদ্ধে সরব হল আমেরিকা। এক ধাপ এগিয়ে এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম টেনে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাভারো দাবি করেন, “এটা পুতিনের যুদ্ধ নয়, বরং মোদীর যুদ্ধ। মোদীর যুদ্ধের কারণেই আমাদের করদাতাদের লোকসান হচ্ছে।” তাঁর এমন মন্তব্যে বিস্মিত হন অনুষ্ঠানের সঞ্চালক। সঞ্চালক প্রশ্ন তোলেন, তিনি কি ‘পুতিনের যুদ্ধ’ বলতে চাইছেন? জবাবে নাভারো সাফ জানিয়ে দেন, “না, আমি মোদীর যুদ্ধই বলতে চাইছি।”

আরও পড়ুন:-ভয়ঙ্কর রূপ নিল নিম্নচাপ! বৃহস্পতিবার গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি: আবহাওয়ার খবর

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে নাভারো বলেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে বিপুলভাবে লাভবান হচ্ছে। সেই তেল বিক্রি করেই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, এর ফলে শুধু ইউক্রেন নয়, আমেরিকার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের চড়া আমদানি শুল্ক নিয়েও ফের প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ভারতের উচ্চ হারের শুল্কে মার্কিন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা ক্ষতির মুখে পড়ছেন। এর আগেও ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্পের এই উপদেষ্টা। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার দায়িত্ব ভারতেরও রয়েছে।

ndia is the reason of Russia-Ukraine war continuation
                       পিটার নাভারো

 

আরও পড়ুন:- আড়াই হাজার কোটি টাকা খরচ করে ফেরানো হচ্ছে হাসিনাকে? বিষ্ফোরক দাবি ঘিরে সরগরম বাংলাদেশ

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে একের পর এক শাস্তিমূলক শুল্ক আরোপ করেছেন। গত ৩০ জুলাই প্রথমে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়। তারপরে ৬ অগস্ট ভারতীয় রপ্তানির উপর আরও ২৫ শতাংশ জরিমানা চাপানো হয়, ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। যা ব্রাজিল ছাড়া অন্য কোনও দেশের উপর আরোপিত সর্বোচ্চ শুল্ক বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বুধবার থেকেই কার্যকর হয়েছে এই শাস্তিমূলক পদক্ষেপ। এর ফলে ভারতীয় রপ্তানির উপর বিরাট প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, নাভারো বহুবার অভিযোগ তুলেছেন যে, ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে তা প্রক্রিয়াজাত করে আমেরিকায় বিক্রি করছে। তাঁর বক্তব্য, এই প্রক্রিয়ায় রাশিয়া অর্থ সংগ্রহ করছে এবং সেই অর্থ দিয়েই ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পিছনে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তাঁর। মার্কিন মহলে নাভারোর এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। আন্তর্জাতিক মহলেও উঠছে প্রশ্ন, আমেরিকার রাজনৈতিক অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে কি ভারত-আমেরিকা সম্পর্ক আরও চাপের মুখে পড়তে চলেছে?