শিলিগুড়ি করিডোরের কাছেই নতুন বিমানঘাঁটির তোড়জোড়, বাংলাদেশের সহযোগিতায় এবার ‘চিকেনস নেক’এ নজর চিনের?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তান নিয়ে উদ্বেগের মাঝেই এবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ (Bangladesh)। সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের স্পষ্ট অবনতি হয়েছে। অপর দিকে বাংলাদেশের ঘনিষ্ঠতা বেড়েছে চিন এবং পাকিস্তানের সঙ্গে। বিশেষ করে ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে ইউনূসের মন্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। এই চাপানউতোরের মাঝেই এবার চিন এবং বাংলাদেশের (Bangladesh) গতিবিধি নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ভারতীয় গোয়েন্দাদের মনে। সূত্রের খবর, শিলিগুড়ি করিডোরের কাছেই নাকি চিনের সহযোগিতায় বিমানঘাঁটি তৈরির কাজ চালাচ্ছে বাংলাদেশ। আর এই খবরেই সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা।

 চিন বাংলাদেশের (Bangladesh) ঘনিষ্ঠতায় চিন্তিত ভারত

ভারতের ‘চিকেনস নেক’ এর উপরে চিনের নজরের কথা আগেও শোনা গিয়েছে বহুবার। এই চিকেনস নেকের মধ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, মাডিগাড়া, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, চোপড়া ইসলামপুরের কিছু অংশও পড়ে। এই শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের সংযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এদিকে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, শিলিগুড়ি করিডোরের কিছুটা দূরেই নাকি বাংলাদেশের (Bangladesh) রঙপুর ডিভিশনের লালমনিরহাটে বিমানঘাঁটি তৈরি করতে চলেছে বাংলাদেশ।

India is watching over Bangladesh new airbase

সীমান্তের পাশেই বিমানঘাঁটি তৈরি হচ্ছে: এই বিমানঘাঁটি তৈরিতে চিনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ (Bangladesh)। ইতিমধ্যেই নাকি পরিস্থিতি তদারকি করতে চিনা আধিকারিকরা পৌঁছেছেন লালমনিরহাটে। উল্লেখ্য, লালমনিরহাটে বিমানঘাঁটি তৈরির জায়গাটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত। ভারতীয় সেনার এক আধিকারিক এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, নিরাপত্তার খাতিরে বাংলাদেশ (Bangladesh) বিমানঘাঁটি তৈরি করতেই পারে। কিন্তু তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা মোটেই কাম্য নয়। চিন এবং পাকিস্তানের মতো দেশকে ওই বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়া হয় কিনা সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিমানঘাঁটি সাধারণ যাত্রীদের জন্য ব্যবহৃত হবে নাকি সেখান বায়ুসেনার প্রশিক্ষণ চলবে সেদিকেও নজর রেখেছেন ভারতীয় গোয়েন্দারা।

আরো পড়ুন : ‘ভারত একেবারে ভেতরে ঢুকে…’, মাঝরাতে মুনিরের ফোন পেয়েই মাথায় হাত! অবশেষে নূর খান ছাউনিতে হামলার খবর স্বীকার শরিফের

চিকেনস নেকে সেনা তৎপরতা: বিশেষজ্ঞ মহল আশঙ্কা করছে, শিলিগুড়ি করিডোরের এত কাছে হওয়ায় ওই বিমানঘাঁটি থেকে ভারতীয় সেনার গতিবিধির উপরে নজর রাখা হতে পারে। যদিও শিলিগুড়ি করিডোর সহ উত্তর পূর্ব ভারতে যথেষ্ট পরিমাণ সেনা মোতায়েন রাখা হয়েছে। হাসিমারা বায়ুসেনাঘাঁটিতে রয়েছে রাফাল স্কোয়াড্রন। শিলিগুড়ির কাছে ত্রিশক্তি কর্পসের সদর দফতরও রয়েছে।

আরো পড়ুন : ‘সিঁদুর’এর ধাক্কা সামলে ওঠার আগেই বালোচিস্তানের হামলা, ‘অপারেশন হেরফ ২.০’ নিয়ে নাজেহাল পাকিস্তান

উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একটি বিমানঘাঁটি ছিল। দেশভাগের পর বাংলাদেশের বায়ুসেনা ওই বিমানঘাঁটি ব্যবহার করত। পরে ২০১৯ সালে সেখানে বাংলাদেশ এরোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটিকে জমি দেওয়া হয় ক্যাম্পাস গড়ার জন্য। এবার সেখানেই নতুন বিমানঘাঁটি তৈরির তোড়জোড় চলছে বলে খবর। এমতাবস্থায় এই বিমানঘাঁটি নিয়ে দুই পড়শি দেশের গতিবিধির দিকে কড়া নজর থাকছে নয়াদিল্লির।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X