হুমকি দিয়েছেন ট্রাম্প! মধ্যপ্রাচ্যের এই দেশে ভারতীয়দের অপ্রয়োজনীয় সফর এড়ানোর নির্দেশ বিদেশ মন্ত্রকের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ইরানের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের জন্য সতর্কতা জারি করেছে ভারত (India) সরকার। বিদেশ মন্ত্রক সোমবার প্রকাশিত নির্দেশিকায় পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দেশটির নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত অবনতি বিবেচনায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সাউথ ব্লক।

ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণে সতর্কতা জারি ভারতের (India):

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ইরানের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল ও দ্রুত পরিবর্তনশীল, যে কোনো ধরনের ভ্রমণ এ সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। পর্যটন, ব্যবসা বা অন্য যেসব ভ্রমণ অত্যন্ত জরুরি নয়, সেগুলি এড়িয়ে চলাই ভারতীয় নাগরিকদের জন্য নিরাপদ বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

আরও পড়ুন:এই নিয়ম মানলেই আর কেটে যাবে না দুধ, নিখুঁত নলেন গুড়ের পায়েস; রইল রেসিপি

যারা ইতিমধ্যে ইরানে অবস্থান করছেন, তাদের স্থানীয় প্রশাসনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে, জনসমাবেশ বা বিক্ষোভের এলাকা এড়িয়ে চলতে এবং প্রয়োজনে কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। নয়াদিল্লি পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং প্রয়োজনে আরও নির্দেশিকা দেবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই সতর্কতার মাত্র একদিন আগেই ভেনেজুয়েলা ভ্রমণ নিয়েও ভারতীয়দের জন্য অনুরূপ নির্দেশনা জারি করা হয়েছিল। মার্কিন কমান্ডো বাহিনীর হস্তক্ষেপের ঘটনার পর দক্ষিণ আমেরিকার ওই দেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়। আন্তর্জাতিক স্তরে একাধিক অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির প্রেক্ষিতেই একের পর এক এই ধরনের সতর্কতা জারি করছে ভারত সরকার।

India issues travel advisory for Indians traveling to this country.
ইরানে অশান্ত পরিস্থিতি

আরও পড়ুন:ভোটের আগে পুলিশে বড় রদবদল! একসঙ্গে বদলি ২৩ IPS, ৩ WBPS, সিআইডিতে নতুন আইজিপি

এই সতর্কতার পটভূমিতে রয়েছে ইরানে গত দু’সপ্তাহ ধরে চলা হিংসাত্মক বিক্ষোভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। তিনি ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের দমন-পীড়ন বন্ধ না করলে আরও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন। এই জটিল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেই ইরান ভ্রমণে সতর্কতা ভারতের কূটনৈতিক সতর্কতারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।