দুই দেশেই জারি ৫০ শতাংশের শুল্ক! এবার ব্রাজিলের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত, মোক্ষম জবাব পাবেন ট্রাম্প

Published on:

Published on:

India joins hands with Brazil to give Donald Trump a shock.

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারত (India) এবং ব্রাজিল এই দুই দেশ আমেরিকার আরোপিত সর্বোচ্চ শুল্কের মুখোমুখি হয়েছে। এমতাবস্থায়, এই দুই দেশ একত্র হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, সরকারি সূত্র ইঙ্গিত দিয়েছে যে, ভারত আগামী সপ্তাহে MERCOSUR ট্রেডিং ব্লকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করতে পারে।

কী পরিকল্পনা ভারতের (India):

এদিকে, ওই বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা করা হবে। ২০০৪ সাল থেকে MERCOSUR-এর সঙ্গে ভারতের (India) ইতিমধ্যেই একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) রয়েছে। উল্লেখ্য যে, MERCOSUR হল ব্রাজিলের নেতৃত্বে দক্ষিণ আমেরিকার দেশগুলির একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা। যার অন্যান্য সদস্যরা হল আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে।

India joins hands with Brazil to give Donald Trump a shock.

রিপোর্ট অনুসারে, উন্নত দেশগুলিতে অর্থনৈতিক মন্দা এবং সম্প্রতি আমেরিকা কর্তৃক আরোপিত শুল্কের প্রভাব কমাতে ভারত একাধিক নতুন রফতানি বাজার খুঁজছে। চলতি বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের রাষ্ট্রপতিদের সঙ্গে দেখা করেছিলেন। এছাড়াও, ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টও আগামী মাসে ভারত (India) সফরে আসছেন। জানিয়ে রাখি যে, আমেরিকা ভারত এবং ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

আরও পড়ুন: “ভারত-রাশিয়াকে অন্ধকার চিনের কাছে হারিয়েছি” অবশেষে আত্মোপলব্ধি ট্রাম্পের? পোস্ট করলেন ছবি

ওই দেশগুলি নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজছে: সূত্রগুলি অনুযায়ী, ল্যাটিন আমেরিকার দেশগুলি নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজছে এবং ভারতকে (India) একটি বড় বাজার হিসেবে তারা মনে করে। ভারতও এই দেশগুলির জন্য বাজার খোলা তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করে। যেহেতু তাদের পণ্যের পরিসর এবং পরিমাণ সীমিত, তাই ভারতের দেশীয় শিল্পের ক্ষতির সম্ভাবনা কম। এমতাবস্থায়, ব্যবসা বৃদ্ধির জন্য প্রতিটি বিকল্প খোলা আছে।

আরও পড়ুন: প্রথমে GST থেকে স্বস্তি! এবার মুদ্রাস্ফীতি থেকেও মিলবে মুক্তি, SBI-এর রিপোর্টে সামনে এল বড় তথ্য

অর্থনীতি ২.৯৪ ট্রিলিয়ন ডলার: জানিয়ে রাখি যে, দক্ষিণ আমেরিকার মোট অর্থনীতির ৬৭ শতাংশেরও বেশি অংশীদারিত্ব রয়েছে MERCOSUR দেশগুলির। দক্ষিণ আমেরিকার দেশগুলির মোট অর্থনীতি ৪.৩৮ ট্রিলিয়ন ডলার। যার মধ্যে MERCOSUR দেশগুলির অর্থনীতি ২.৯৪ ট্রিলিয়ন ডলার। সূত্র আরও জানিয়েছে যে, MERCOSUR ব্লকের মধ্যে PTA-কে FTA-তে রূপান্তর করার জন্য আলোচনা চলছে। একটি বিস্তৃত FTA ভারতীয় রফতানিকারীদের MERCOSUR দেশগুলির বৃহৎ বাজারে প্রবেশাধিকার দেবে। এর পাশাপাশি, এটি ভারতকে (India) ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন বাজারে প্রবেশের সুযোগ দেবে। যেখানে MERCOSUR দেশগুলি প্রায়শই ট্রান্স-শিপমেন্ট হাব হিসেবে ব্যবহৃত হয়।