বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম দুটি একদিনের ম্যাচ জয়ের পরে আত্মবিশ্বাসী ছিল ভারত। ভারতীয় ক্রিকেট দল আজ সিরিজের শেষ ম্যাচে অতিথিদের ‘ক্লিনসুইপ’ করার লক্ষ্যে মাঠে নামবে। সেই কাজ করার দুর্দান্ত সুযোগ রয়েছে। রোহিত অ্যান্ড কো উইন্ডিজকে নির্মূল করতে সফল হলে, এই প্রথমবার টিম ইন্ডিয়া উইন্ডিজকে ৩ বা তার বেশি ওয়ান ডে সিরিজে ব্রাউন ওয়াশ করবে।
দুই দলের মধ্যে এটি ২১ তম দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ। এর আগে খেলা ২০টি ওয়ান ডে সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজকে দুবার ‘ক্লিন সুইপ’ করেছে। ভারতীয় দল প্রথম ওডিআই-তে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দলকে ৬ উইকেটে পরাজিত করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে তারা ৪৪ রানে দর্শকদের পরাজিত করেছিল। তৃতীয় একদিনের ম্যাচের জন্য, অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান পুরোপুরি ফিট হয়ে দলেও ফিরেছেন। এছাড়া শার্দূল ঠাকুরকে বিশ্রাম দিয়ে তার জায়গায় দলে ফেরানো হয়েছে দীপক চাহার-কে।
দ্বিতীয় ওয়ানডেতে রিশভ পন্থকে ওপেনিং সঙ্গী করেছিলেন রোহিত শর্মা। শিখর ধাওয়ান ফিরে আসায় মিডল অর্ডারে ব্যাট করবেন পন্ত। এছাড়াও দলে এসেছেন শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদবের মতো তারকারা। কোনও সন্দেহ নেই ৩-০ করতে চাইছেন রোহিত।
তবে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। শুরুতেই রোহিত এবং ওই একই ওভারে প্রাক্তন ভারত অধিনায়ক কোহলিকে হারিয়ে চাপে তারা। প্রতিবেদনটি লেখার সময় ব্যাট করছেন ধাওয়ান এবং শ্রেয়স আইয়ার। দুটি উইকেটই নিয়েছেন আলঝারি জোসেফ।