“এই জয় আরও স্পেশাল, কারণ…”, হকি এশিয়া কাপে ভারতের জয়ে গর্বিত মোদী, জানালেন অভিনন্দন

Published on:

Published on:

India Men's National Field Hockey Team wins Asia Cup 2025.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় পুরুষ হকি দল (India Men’s National Field Hockey Team) ২০২৫ সালের এশিয়া কাপের শিরোপা জিতেছে। রবিবার বিহারের রাজগীরে সম্পন্ন হওয়া ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ভারতের হকি দল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ৮ বছর পর পুরুষদের এশিয়া কাপ হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারতীয় দল। এমতাবস্থায়, ভারতীয় দলের এই দুর্ধর্ষ জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আনন্দিত। ভারতের এই জয়কে অত্যন্ত “স্পেশাল” বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মোদী।

ভারতীয় পুরুষ হকি দল (India Men’s National Field Hockey Team) এশিয়া কাপের শিরোপা জিতেছে:

প্রধানমন্ত্রী মোদী কী জানিয়েছেন: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান- “বিহারের রাজগীরে সম্পন্ন হওয়া এশিয়া কাপ ২০২৫-এ আমাদের পুরুষ হকি দলকে (India Men’s National Field Hockey Team) তাদের অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। এই জয় আরও স্পেশাল কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। এটি ভারতীয় হকি এবং ভারতীয় খেলাধুলার জন্য একটি গর্বের মুহূর্ত। আমাদের খেলোয়াড়রা যেন নতুন উচ্চতায় পৌঁছতে পারেন এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারেন, এই কামনা করি।”

বিহার সরকারকেও অভিনন্দন জানিয়েছেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য বিহার সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন- “আমি বিহার সরকার এবং জনগণেরও প্রশংসা করতে চাই। যাদের প্রচেষ্টায় রাজগীর একটি চমৎকার টুর্নামেন্ট আয়োজন করেছে এবং একটি প্রাণবন্ত ক্রীড়া কেন্দ্রে পরিণত হয়েছে।”

কোন কোন দল অংশগ্রহণ করেছিল: পুরুষদের হকি এশিয়া কাপ ২০২৫ বিহারের রাজগীর জেলায় অবস্থিত স্টেট স্পোর্টস অ্যাকাডেমি কাম বিহার স্পোর্টস ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজন করা হয়েছিল। গত ২৯ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ভারত, চিন, জাপান, চাইনিজ তাইপেই, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান এবং বাংলাদেশের হকি দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন: “শান্তির পথ খুঁজব”, ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদীর সঙ্গে আলোচনার পর কী জানালেন ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ?

কী জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী: এদিকে, ভারতীয় দলের (India Men’s National Field Hockey Team) এই বিরাট জয়ের পরিপ্রেক্ষিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, “২০২৫ সালের এশিয়া কাপে কোরিয়ার বিরুদ্ধে দর্শনীয় জয় অর্জনের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা।”

আরও পড়ুন: অতিরিক্ত শুল্কের আবহেই ভারত পেল “গুড নিউজ”, উপচে পড়ল সরকারের কোষাগার, কী অবস্থা পাকিস্তানের?

তিনি আরও জানান, “ভারতীয় হকি দল (India Men’s National Field Hockey Team) এশিয়া কাপে অসাধারণ জয় অর্জন করে সমগ্র দেশকে গর্বিত করেছে। বিহার সরকার খেলোয়াড়দের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে. যাতে কোনও খেলোয়াড়কে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয় এবং তাঁরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারেন। আশা করা যায় যে, এখান থেকে সব দলই বিহারের অবিস্মরণীয় স্মৃতি নিয়ে যাবে। এই সফল অনুষ্ঠান আয়োজনের জন্য হকি ইন্ডিয়া এবং স্পোর্টস ডিপার্টমেন্ট এবং বিহার স্টেট স্পোর্টস অথরিটিকেও অভিনন্দন। বিহারের মানুষ প্রতিটি দলকে উৎসাহিত করেছে এবং তাঁদের অতুলনীয় আতিথেয়তা দিয়ে প্রত্যেকের মন জয় করেছে।” এছাড়াও, এই ধরণের আয়োজন অবশ্যই বিহারে ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করবে এবং তরুণ প্রতিভাদের উৎসাহিত করবে বলেও জানিয়েছেন তিনি।