থামছে না দুর্যোগ, সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস! ভিজবে দক্ষিণবঙ্গ, সতর্ক করল IMD

বাংলা হান্ট ডেস্ক : ফেব্রুয়ারির শুরুর থেকেই কমেছে শীতের দাপট। বসন্তের স্নিগ্ধ বাতাসে কোথায় মানুষ একটু প্রাণ জুড়াবে, তা না শুরু হয়েছে ঝড় বৃষ্টির খেলা। অকাল বৃষ্টির এই তাণ্ডবে তিতিবিরক্ত দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে দফায় দফায় ঝড় বৃষ্টি, বজ্রপাত। একাধিক জেলায় ইয়েলো সতর্কতাও জারি করেছে আইএমডি (India Meteorological Department)।

তবে হাওয়া অফিস (Weather Department) বলছে, আপাতত কয়েকটা দিন মিলবে স্বস্তি। বুধবার থেকে ফের একবার স্বাভাবিক হবে আবহাওয়া (Weathe)। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমন বাড়বে তাপমাত্রা। উঁকি দেবে সূয্যিমামাও। আগামী শনিবার পর্যন্ত মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশ থাকবে বলেই মনে করছে আবহাওয়াবিদদার।

তবে ফের একবার বঙ্গবাসী নাকানিচুবানি খাবে আগামী রবিবার। মার্চের শুরুর থেকেই বাড়বে দমকা হাওয়া এবং বৃষ্টির দাপট। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পার্বত্য অঞ্চলে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। বৃষ্টির সম্ভাবনা বুধবার সেভাবে নেই পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মানুষজন। তবে রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে।

আরও পড়ুন : লোকসভা নির্বাচনে মোদীর হাতে এল ‘ব্রহ্মাস্ত্র’, বঙ্গ সফরের আগেই CAA বিধির ঘোষণা!

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গেও সেরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বর্ষণের জেরে সামান্য পারদ পতন হয়েছে। তবে শনিবার থেকে পাল্টা খাবে পার্বত্য অঞ্চলের আবহাওয়া‌। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ।

আরও পড়ুন : ‘যারা জিতিয়েছে তারাই ছুঁড়ে ফেলে দেবে’, সন্দেশখালির জের? আশঙ্কা খোদ মমতার! তৃণমূলে থরহরিকম্প

কলকাতার আবহাওয়া : কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। পারদ মাত্রা চড়বে আজ থেকেই। হাওয়া অফিসের পূর্বাভাস, নগর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে আগামী রবিবার ফের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। তবে আগামী রবিবার ফের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর