চারিদিকে আতঙ্ক, প্রকাশ্যে এল সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাব্য সময়! বিশেষ সতর্কবার্তা IMD’র

বাংলাহান্ট ডেস্ক : ভয় ধরাচ্ছে সুপার সাইক্লোন (Super Cyclone)। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে ক্রমশ অগ্রসর হচ্ছে গুজরাট উপকূলের দিকে। যতই সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে এই সাইক্লোনটি। গুজরাটের (Gujrat) কচ্ছ জেলার জাখাউ বন্দরের কাছে ঘূর্ণিঝড় বিপর্যয়-এর ল্যান্ডফল হওয়ার কথা।

ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই জায়গা থেকে প্রায় ৭৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদের রাখা হয়েছে সুরক্ষিত স্থানে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ সরবরাহ দলকে। কেন্দ্রীয় সরকার বিপর্যয় নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে গুজরাট সরকারকে।

ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি এর (India Meteorological Department) তথ্য অনুযায়ী, বিপর্যয় ঘূর্ণিঝড়ের ফলে সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের কিছু অংশে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ছয়টায় ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বিপর্যয় ল্যান্ডফল করবে জাখাউ বন্দরের কাছে।

গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেছেন, “কচ্ছ জেলার ৪৭ হাজারের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ত্রাণ শিবিরে। হাসপাতাল ও অন্যান্য নিরাপদ স্থানে রাখা হয়েছে গর্ভবতী মহিলাদের। আমরা লক্ষ্য রাখছি যাতে কোনও রকম হতাহতের ঘটনা না ঘটে। আমি জনগণকে আবেদন করছি এই সময় নিরাপদ স্থানে থাকুন ও ভ্রমণ এড়িয়ে চলুন।”

IMG 20210830 122928

আইএমডি-র মহাপরিচালক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্রর কথায়, “বিপর্যয় সাইক্লোন এর ফলে আজ উত্তাল থাকবে উত্তর পূর্ব আরব সাগর। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণে রাখা হবে সমুদ্র সংলগ্ন অঞ্চলের কাজ, তেল উৎপাদন। সারাদিন গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে গোটা এলাকা।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর