বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার ভাইফোঁটার দিন থেকেই আবহাওয়া (Weather) বদলের পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন (India Meteorological Department)। বলা হয়েছিল এইদিন থেকেই বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সূত্রের খবর, আগামী কয়েকদিনে নিম্নচাপটি তার শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। শোনা যাচ্ছে, হাওয়া দফতর এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে মিধিলি। যদিও হাওয়া অফিসের বুলেটিনে এই নিম্নচাপ নিয়ে কোনও খবর নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর যে নিম্নচাপ ফুঁসছে তা আজ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে (Low Pressure) পরিণত হবে। এরপর সেখান থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই গভীর নিম্নচাপ। আগামী বৃহস্পতিবারের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর আরও গভীর হতে পারে এই নিম্নচাপটি।
সেখান থেকে নিম্নচাপটি বাঁক নেবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। পৌঁছাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। হাওয়া অফিসের খবর, নিম্নচাপটি ঘন্টায় ১৩ কিমি বেগে উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে নিম্নচাপটি। নিম্নচাপটি এখন রয়েছে বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিমি দক্ষিণপূর্বে। দীঘা থেকে এটির দূরত্ব এখন প্রায় ৭৭০ কিমি এবং ওড়িশার পারাদ্বীপ থেকে দক্ষিণ-দক্ষিণপূর্ব ৬২০ কিমি।
আরও পড়ুন : স্ত্রীয়ের জন্মদিন ভুলে গেলেই হাজতবাস! এই দেশে চালু হল আজব নিয়ম, শুনলে চমকে উঠবেন
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলবে এই অতি গভীর নিম্নচাপটি। এরপর আগামী শুক্রবার নাগাদ এটি প্রবেশ করবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে। শনিবার নাগাদ উপকূলীয় অঞ্চলে পৌঁছাবে নিম্নচাপ মিধিলি। হাওয়ার গতিবেগ তো বাড়বেই পাশাপাশি ঠান্ডাও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া দফতর।
আরও পড়ুন : দাউ দাউ করে জ্বলছে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসের কামরা! আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ একাধিক যাত্রীর
মৌসম ভবনের আগাম বার্তা অনুযায়ী, নিম্নচাপের জেরে ৪০ থেকে ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ৬৫ কিমি প্রতি ঘন্টায়। আগামি শুক্র এবং শনিবারও থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। হাওয়ার গতিবেগ হতে পারে ৭০ কিমি প্রতি ঘন্টা। তবে আগামী রবিবার অর্থাৎ ১৮ তারিখ থেকে ফের স্বাভাবিক হবে হাওয়ার গতিবেগ।