দ্বিতীয় টেস্টে গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে পাচ্ছেন না কোহলি, ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় এবং অন্তিম ম্যাচ শুরু হওয়ার কথা। কানপুরের গ্রিন পার্কে প্রথম ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিত ভাবে। শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা-দের দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও ভারতকে ঘরের মাটিতে আটকে দিতে সম্ভব হয়েছিল নিউজিল্যান্ড। তাই দ্বিতীয় টেস্টে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের জন্য মরিয়া ভারত।

কিন্তু দ্বিতীয় টেস্টে খেলা শুরু হওয়ার আগে বাঁধলো বিপত্তি। গত দু দিন টানা বৃষ্টির কারণে আউটফিল্ড পুরোপুরি ভিজে রয়েছে। ফলে সকাল ৯ টা বেজে ৩০ মিনিটে পিচ পরীক্ষা করার কথা থাকলেও তা করা যায়নি। ফলে টসের সময় পিছিয়েছে।

wankhede

দ্বিতীয় টেস্টে নামার আগে চোটের কবলে আক্রান্ত ভারতীয় দল। চোটের কারণে তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাঠে নামতে পারবেন না। এই তালিকায় রয়েছেন ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা। রাহানের মাংসপেশিতে চোট, রবীন্দ্র জাদেজার ডানহাতের কব্জি-তে সমস্যা, ইশান্ত শর্মার বা হাতের কড়ে আঙুলে ডিসলোকেশন ধরা পড়েছে। বদলে সিরাজ এবং জয়ন্ত যাদবের সুযোগ পাওয়া পাকা প্রায়।

অপরদিকে চোটের কারণে নিউজিল্যান্ড শিবির পাচ্ছে না তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন-কে। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচে অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ১১.৩০ টায় টস করতে নামবেন দুই অধিনায়ক। ১২ টা থেকে শুরু ম্যাচ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর