বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাই টেস্টে জয় পেয়ে শুধু সিরিজই জিতলো না ভারত, তার সাথে সাথে আরও একবার বিশ্বসেরার সিংহাসন পুনরুদ্ধার করে নিলো ভারতীয় দল। কয়েকমাস আগে এই কিউয়িদের কাছেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে টেস্টে সেরার শিরোপা হাতছাড়া করেছিল বিরাট কোহলিরা। এবার ঘরের মাঠে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নের জন্য গুরুত্বপূর্ণ সিরিজে তাদের হারিয়ে তাদেরই কাছ থেকে এইমুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হল ভারতীয় দল।
কানপুরে হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ পর্যন্ত ড্র হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাই টেস্ট জিতে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ পকেটে পুরেছে ভারত। তারপরেই প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় দেখা যায় কিউয়িদের ৪৪৪ পয়েন্টে পেছনে ফেলে ফের একবার বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হয়েছে ভারত। আইসিসির সদ্য প্রকাশিত দলগত টেস্ট ব়্যাঙ্কিং তালিকায় ভারত দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠে আসে। নিউজিল্যান্ড সিংহাসন খুইয়ে নেমে যায় দু’নম্বরে। তিন এবং চার নম্বরে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
রেটিং পয়েন্টের দিকে নজর দিলে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ খেলার আগে ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে ছিল দু’নম্বরে। ১২৬ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড অবস্থান করছিল শীর্ষে। সিরিজের পরে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারত উঠে আসে এক নম্বরে। সিরিজে ১-০ ফলে হেরে ১২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সরে যেতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড।
এখনও কোনও সিরিজ না খেলায় ১০৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে অস্ট্রেলিয়া। এসেজের আগে চার নম্বরেই অবস্থান করছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০৭। এই মুহূর্তে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। ৯২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পাঁচ নম্বরে। দক্ষিণ আফ্রিকার দখলে রয়েছে ৮৮ পয়েন্ট। তারা রয়েছে ছয় নম্বরে। সাতে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পকেটে রয়েছে ৮৩ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ (৭৫), বাংলাদেশ (৪৯) ও জিম্বাবোয়ে (৩১) রয়েছে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে।