Ekchokho.com 🇮🇳

দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর সতর্ক ইংল্যান্ড! ভারতকে ফাঁদে ফেলতে পিচ নিয়ে “বিশেষ প্ল্যান”, মিলল আপডেট

Published on:

Published on:

India National Cricket Team England third test update.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দল (India National Cricket Team) ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে। লিডস টেস্টে পরাজয়ের পর, টিম ইন্ডিয়া এজবাস্টনে ইতিহাস তৈরি করে ৩৩৬ রানের ব্যবধানে জয়লাভ করে এই সিরিজে প্রত্যাবর্তন করে। এখন দুই দলের মধ্যে সিরিজের তৃতীয় টেস্ট আগামী ১০ জুলাই থেকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সম্পন্ন হবে। যেটি উভয় দলই জিততে চাইবে।

ভারতকে (India National Cricket Team) ফাঁদে ফেলতে বিশেষ প্ল্যান ইংল্যান্ডের:

এদিকে, দ্বিতীয় ম্যাচে শোচনীয় পরাজয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস পিচ নিয়ে খুশি ছিলেন না। পাশাপাশি তিনি, ওই পিচকে এশিয়ান পিচের সাথে তুলনা করেছিলেন। এমতাবস্থায়, ইংল্যান্ড তৃতীয় টেস্টে বড় পদক্ষেপ গ্রহণ করতে পারে। যার কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে ভারতীয় (India National Cricket Team) ব্যাটারদের।

লর্ডসে গতি এবং বাউন্স দিয়ে ভারতীয় ব্যাটারদের ফাঁদে ফেলার প্রস্তুতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত জুন মাসে লর্ডসের মাঠে WTC ফাইনাল খেলা হয়েছিল। যেখানে ফাস্ট বোলারদের আধিপত্য বজায় ছিল। যেই কারণে ব্যাটারদের রান করতে সমস্যার সম্মুখীন হতে হয়। ভারত (India National Cricket Team)-ইংল্যান্ড টেস্ট সিরিজেও আবারও একই রকম কিছু দেখা যেতে পারে।

আরও পড়ুন: “ছাতা বেঁধে দেওয়ায়…”, বিতর্কের মাঝেই চোট নিয়ে মুখ খুললেন তারক হেমব্রম, কী জানিয়েছেন চিকিৎসকরা?

রিপোর্ট অনুসারে, ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম লর্ডসের পিচ কিউরেটরের কাছে আরও কিছুটা গতি এবং বাউন্সের পাশাপাশি সাইড মুভমেন্টের জন্য অনুরোধ করেছেন। অর্থাৎ, এমন একটি পিচ তৈরি করার কথা বলা হয়েছে যা ফাস্ট বোলারদের জন্য উপযুক্ত। এর পেছনে বড় কারণ হল ইংল্যান্ডের কাছে বর্তমানে জোফ্রা আর্চার এবং গাস অ্যাটকিনসন রয়েছেন। তৃতীয় টেস্টের জন্য আর্চার উপলব্ধ। অন্যদিকে অ্যাটকিনসনকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ! ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের এই সেক্টরের শেয়ারে রকেটের গতি

জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করবে: এদিকে, লর্ডসে ভারতের বোলিং আক্রমণও দুর্বল হবে না। কারণ ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ তৃতীয় টেস্টে ফিরে আসতে চলেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টেস্ট থেকে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে, এজবাস্টনে জয়ের পর, ভারতীয় (India National Cricket Team) অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেছেন যে, পরবর্তী ম্যাচে ভারতের এই তারকা ফাস্ট বোলারকে খেলবেন। এমতাবস্থায়, যদি লর্ডসে ফাস্ট বোলাররা সাহায্য পান, সেক্ষেত্রে বুমরাহও ইংরেজ ব্যাটারদের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারেন।