ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে এন্ট্রি দুই তারকা খেলোয়াড়ের! গিলের প্রসঙ্গেও মিলল বড় আপডেট

Published on:

Published on:

India National Cricket Team is preparing for the second test.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার (South Africa National Cricket Team) মধ্যে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ৩০ রানে পরাজিত হয়েছে। এই পরাজয়ের পর, দলের সম্পূর্ণ মনোযোগ এখন দ্বিতীয় টেস্টের দিকে রয়েছে। যেটি নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে সম্পন্ন হবে। ওই ম্যাচের আগে, ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ফিটনেস সম্পর্কে একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, প্রথম টেস্টে গিল চোটের সম্মুখীন হয়েছিলেন। এই আবহে তবে, উভয় দলেই ১ জন করে নতুন খেলোয়াড়কে এন্ট্রি নিয়েছেন বলে যাচ্ছে।

টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) এন্ট্রি তারকা খেলোয়াড়ের:

সিরিজে ২ তারকা খেলোয়াড় প্রবেশ করছেন: ক্রিকবাজের এক রিপোর্ট অনুসারে, দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি টিম ইন্ডিয়ার দলে যোগ দিয়েছেন। রাজকোটে ইন্ডিয়া এ সাদা বলের দল থেকে মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন।

India National Cricket Team is preparing for the second test.
নীতিশ কুমার রেড্ডি

এই সিরিজের টিম ইন্ডিয়ার উদ্বোধনী ম্যাচেও নীতীশ কুমার রেড্ডি ছিলেন। কিন্তু ম্যাচের আগেই তাঁকে দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল। তবে, এখন তিনি ফিরে এসেছেন। নীতীশ কুমার রেড্ডি একজন অলরাউন্ডার এবং ফাইনাল ম্যাচ খেলার জন্য একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তিনি ব্যাট করার পাশাপাশি দ্রুত বোলিংও করতে পারেন।

আরও পড়ুন: ঘুম উড়বে একাধিক বড় কোম্পানির! ৩১,০০০ কোটির এই বাজারের দিকে নজর আম্বানির, তৈরি মেগা প্ল্যান

এদিকে, দক্ষিণ আফ্রিকাও চোটের কাঁটার সম্মুখীন হয়েছে। ওই দলের তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাডা অনুশীলনের সময় পাঁজরের চোট পান। যার ফলে তিনি প্রথম টেস্ট থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে লুঙ্গি এনগিডিকে দলে নেওয়া হয়েছে। লুঙ্গি এনগিডিও ভারতে এসে দক্ষিণ আফ্রিকার দলে যোগ দিয়েছেন। তিনি সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে লর্ডসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেছিলেন।

আরও পড়ুন: ১,৪০০ কোটির ডিফেন্স প্রজেক্ট পেল এই সংস্থা! ৫ বছরে শেয়ারে মিলেছে ১,২৫০ শতাংশেরও বেশি রিটার্ন

শুভমান গিলের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট: জানিয়ে রাখি যে, অধিনায়ক শুভমান গিলের ফিটনেস নিয়ে সতর্ক রয়েছে BCCI। প্রথম টেস্টের সময়ে গিল ঘাড়ে ব্যথা অনুভব করেন। পরে গিলকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। BCCI এবং স্থানীয় চিকিৎসকরা তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও, ১৯ নভেম্বর দলের সঙ্গে তিনি গুয়াহাটিতে উড়ে যাবেন বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, ম্যাচের একদিন আগে গুয়াহাটিতে সম্পন্ন হতে চলা টেস্টে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গিয়েছে।