সঞ্জু বা রাহুল নন, T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলবেন এই উইকেটকিপার! হল নাম ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক : এপ্রিলের মধ্যেই টিম (India National Cricket Team) চূড়ান্ত করতে চাইছে BCCI। যে কারণে মেন্টরদের নজরে রয়েছে আইপিএল (Indian Premier League)। কারণ প্রতি বছরই এই লিগ থেকে জন্ম নেয় নতুন নায়কেরা। ঠিক যেমন গত বছর উঠে এসেছে রিঙ্কু সিং-এর (Rinku Singh) মত একজন তারকা। সবে মিলিয়ে চলছে বিশ্বকাপের (T 20 World Cup 2024) টিম বাছাইয়ের কাজ। এমতাবস্থায় প্রশ্ন, কিং কোহলিকে বাদ দিয়েই কি বিশ্বকাপ খেলবে ভারত?

এমনিতে আসন্ন বিশ্বকাপে রিঙ্কু সিং-র জায়গা পাকা। গুজরাট টাইটান্সের সাথে বোলার যশ দয়ালের বিরুদ্ধে তার পরপর পাঁচটা ছয় দেখে কার্যত মুগ্ধ হয়ে গেছিল ক্রিকেটবিশ্ব। তারপর থেকেই তিনি একটার পর একটা ধামাকাদার ইনিংস উপহার দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। এমতাবস্থায় ইরফানের সম্ভাব্য পনেরোর তালিকায় রিঙ্কুর নাম থাকছে বলেই ধারণা।

এইদিন ইএসপিএন-ক্রিকইনফোর ইউটিউব চ্যানেলে ১৫ জনের টিম বেছেছেন ইরফান পাঠান। রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা স্বাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছেন। এছাড়াও দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার নামও রয়েছে। কিপার হিসেবে লোকেশ রাহুল, ঋষভ পন্থের সঙ্গে নাম রয়েছে জিতেশ শর্মারও।

আরও পড়ুন : সম্পর্ক রাখেনি মেয়ে, মুখদর্শন করেননা মা! গায়ে কাঁটা দেবে BJP প্রার্থী দেবাশিসের কাহিনী

এমনিতে ইরফান মনে করছেন, পন্থ এবং জিতেশ যোগ্য দাবিদার। কারণ রাহুলের চোট ভাবাচ্ছে নির্বাচকদের‌। গত ম্যাচে তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন। তবে সেভাবে রান করতে পারেনি। আসন্ন বিশ্বকাপের মধ্যেও তিনি পুরোপুরি সেরে উঠতে পারবেন বলে মনে করছেননা নির্বাচকরা। দুই স্পিনার হিসেবে ইরফান টিমে রেখেছেন কুলদীপ যাদব ও রবি বিষ্ণোইকে। অন্যদিকে পেসার হিসেবে নাম আসছে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের।

আরও পড়ুন : চাঁদিফাটা গরমে কাহিল হবে দক্ষিণবঙ্গ, কবে বৃষ্টি? আবহাওয়ার মেগা আপডেট

india national cricket team (1)

এদিকে বাঁ হাতি পেসার অর্শদীপ সিং ও মহসিন খানের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। তবে আইপিএল-র পারফরম্যান্স দেখার পর বিশেষজ্ঞদের মনে হচ্ছে মহসিন খানের পাল্লা ভারী। তবে আশ্চর্যের বিষয় হল, শিবম দুবেকে টিমে রাখেননি ইরফান। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, তাকে দলে রাখলেও রাখতে পারে নির্বাচকরা। জানিয়ে রাখি, এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যেই 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে BCCI। এবং আগামী ২৫ মে অবধি দলে পরিবর্তন করার অনুমতি দিয়েছে ICC।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর