তীরে এসে ডুবল তরী! জাদেজার লড়াই ব্যর্থ করেই লর্ডস টেস্ট জিতল ইংল্যান্ড

Published on:

Published on:

India National Cricket Team lost the Lord's Test.

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে পরাজিত করল ইংল্যান্ড। যার ওপর ভর করে এই টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে গেল। এদিকে, এই পরাজয়ের সম্মুখীন হয়ে ৩৯ বছর পর লর্ডসে ইতিহাস তৈরির সুযোগও হারাল ভারত। উল্লেখ্য যে, ৫ দিন ধরে চলা এই ম্যাচের শেষ দিনে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আরও ১৩৫ রান করতে হত। কিন্তু টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতা টিম ইন্ডিয়াকে সমস্যায় ফেলে দেয়। এরপর, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ আক্রমণাত্মক জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড সাফল্য পায়।

লর্ডস টেস্টে পরাজিত টিম ইন্ডিয়া (India National Cricket Team):

জানিয়ে রাখি যে, গত ১০ জুলাই লর্ডসে শুরু হওয়া এই ম্যাচের প্রথম চার দিন তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। যেখানে উভয় দলই সমানভাবে একে অপরকে টক্কর দিয়েছিলাম। এই উত্তেজনা শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৯২ রানে অলআউট হওয়ার পর, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) জয়ের জন্য ১৯৩ রানের টার্গেট ছিল। ভারত ১৯৮৬ সালে মাত্র একবার এই মাঠে লক্ষ্য তাড়া করতে গিয়ে জয়লাভ করেছিল। এমন পরিস্থিতিতে, এবার ৩৯ বছরের পুরনো ইতিহাস পুনরাবৃত্তি করার সুযোগ ভারতের কাছে থাকলেও তা সম্ভব হয়নি।

লর্ডস টেস্টে চতুর্থ দিনের শেষে, টিম ইন্ডিয়া (India National Cricket Team) ৪ উইকেট হারিয়ে এবং মাত্র ৫৮ রান সংগ্রহ করে। সেখান থেকেই, টিম ইন্ডিয়ার জয় কঠিন মনে হতে শুরু করে। তবুও, সকলের নজর ছিল কেএল রাহুলের দিকে। যিনি চতুর্থ দিনে ৩৩ রানে অপরাজিত ফিরেছিলেন। শেষ দিনে, ঋষভ পন্থ রাহুলের সাথে ব্যাট করতে নামেন।

আরও পড়ুন: নবান্নে মন্ত্রীসভার বৈঠক চলাকালীন অসুস্থ রাজ্যের মৎস্যমন্ত্রী! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল SSKM-এ

কিন্তু শেষ দিনের তৃতীয় ওভারে, জোফ্রা আর্চার তাঁর দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে পন্থকে বোল্ড আউট করে দেন। তিন ওভার পর, বেন স্টোকস রাহুলকে এলবিডব্লিউ আউট করে ভারতের জয়ের আশা শেষ করে দেন। তারপর ওয়াশিংটন সুন্দরেরও প্যাভিলিয়নে ফিরতে খুব বেশি সময় লাগেনি। এমতাবস্থায়, মাত্র ৮২ রানে ৭ উইকেটের পতনের সঙ্গে সঙ্গেই ভারতের (India National Cricket Team) পরাজয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন: সফলভাবে সম্পন্ন হয়েছে “আনডকিং”, ১৮ দিন পর পৃথিবীতে প্রত্যাবর্তনের সফর শুরু শুভাংশুদের

তবে, রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডির মধ্যে ৩০ রানের জুটি কিছুটা আশা জাগিয়ে তোলে। কিন্তু প্রথম সেশনের শেষ ওভারে ক্রিস ওকস রেড্ডিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। যদিও, তারপরেও জাদেজা এবং বুমরাহ জুটি বেঁধে পুরো সেশন ব্যাট করে ৩৫ রানের জুটি গড়েন। একটা সময়ে দলের (India National Cricket Team) দরকার ছিল ৪৬ রান। তখন সিরাজকে সঙ্গে নিয়ে যাদের যা ম্যাচের উত্তেজনা বজায় রেখে তৃতীয় সেশন পর্যন্ত পৌঁছে যান। সেই সময়ে জাদেজা তাঁর হাফ-সেঞ্চুরি করে ফেলেন। তবে, শেষ পর্যন্ত শোয়েব বশিরের বলে আউট হয়ে যান সিরাজ। যার ফলে ১৭০ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।