ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর! মাত্র ৬০ টাকায় ইডেন গার্ডেন্সে দেখা যাবে টিম ইন্ডিয়ার ম্যাচ

Published on:

Published on:

India National Cricket Team matches can be watched for just 60 rupees.

বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সফরের পর, ভারত (India National Cricket Team) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। যার প্রথম ম্যাচটি আগামী ১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে সম্পন্ন হবে। এমতাবস্থায়, ওই ম্যাচের টিকিট বিক্রি দীপাবলি থেকে শুরু হবে। সবথেকে অবাক করার বিষয় হল ওই ম্যাচের টিকিটের প্রারম্ভিক মূল্য মাত্র ৬০ টাকা।

মাত্র ৬০ টাকায় ইডেন গার্ডেন্সে দেখা যাবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ম্যাচ:

ইতিমধ্যেই গত রবিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা CAB অনুরাগীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নিয়েছে। CAB জানিয়েছে যে, ক্রিকেট অনুরাগীরা ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। ওই টিকিটের দাম প্রতিদিন ৬০ টাকা (৫ দিনের জন্য ৩০০ টাকা) থেকে শুরু করে প্রতিদিন ২৫০ টাকা (পুরো ম্যাচের জন্য ১,২৫০ টাকা) পর্যন্ত রয়েছে।

India National Cricket Team matches can be watched for just 60 rupees.

উল্লেখ্য যে, ভারত (India National Cricket Team) ও দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা বলতে গেলে জানাতে হয় কলকাতার পর, পরবর্তী টেস্ট ম্যাচটি আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এরপর ৩ টি ODI এবং ৫ টি T20 ম্যাচের সিরিজ খেলা হবে।

আরও পড়ুন: ৫ বছরেই দাম বেড়েছে প্রায় ১০,০০০ শতাংশ! শেয়ার বাজারে সবার নজর এই কোম্পানির স্টকের ওপর

জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। যেখানে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা এই বিরাট সাফল্য হাসিল করেছে। এদিকে, এই সিরিজটি টিম ইন্ডিয়ার (India National Cricket Team) জন্যও যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। গতবছরই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: দীপাবলিতেই টাকার বৃষ্টি! দেশজুড়ে হচ্ছে কত লক্ষ কোটির ব্যবসা? চমকে দেবে পরিসংখ্যান

কবে থেকে শুরু হবে ODI এবং T20 সিরিজ: উল্লেখ্য যে, আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে ODI সিরিজ। যেখানে ম্যাচগুলি খেলা হবে রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে। এছাড়াও, আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে ৫ ম্যাচের T20 সিরিজ। ওই ম্যাচগুলি খেলা হবে কটক, নিউ চণ্ডীগড়, ধর্মশালা, লখনউ এবং আহমেদাবাদে।