টিম ইন্ডিয়াতেও KKR-এর মতো “অবহেলার শিকার” রিঙ্কু! গম্ভীরের উদ্দেশ্যে চটে লাল অনুরাগীরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছে ভারতীয় দল (India National Cricket Team)। পাশাপাশি, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে T20 সিরিজের খেলা। যেখানে, প্রথম T20 ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে সূর্য বাহিনী। এমতাবস্থায়, প্রথম ম্যাচে জয় হাসিল করে স্বাভাবিকভাবেই চরম আত্মবিশ্বাসী রয়েছে টিম ইন্ডিয়া। এছাড়াও, হেড কোচ হিসেবে এটিই ছিল গৌতম গম্ভীরের প্রথম ম্যাচ। এর পাশাপাশি ভারতের নিয়মিত T20 অধিনায়ক হওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামেন সূর্যকুমার যাদবও।

প্রথম ম্যাচ জিতে গিয়েছে ভারতীয় দল (India National Cricket Team):

ওই ম্যাচে ভারতীয় ব্যাটারদের পাশাপাশি বোলাররাও দুর্দান্ত পারফর্ম করেছেন। যার ওপর ভর করে টিম ইন্ডিয়া (India National Cricket Team) ৪৩ রানের বড় ব্যবধানে জয় হাসিল করেছে। যদিও, প্রথম ম্যাচ জিতে গেলেও একটি কারণের জেরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। মূলত, রিঙ্কু সিংয়ের এত পরে ব্যাট করতে নামার পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে প্রশ্নের ভিড়।

   

পরাগের পরে ব্যাট করতে নামেন রিঙ্কু: জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে T20 ফিনিশারের ভূমিকায় রয়েছেন রিঙ্কু সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে ১৭ তম ওভারে যখন হার্দিক পান্ডিয়ার উইকেট পড়ে যায়, তখন সবাই আশা করেছিল রিঙ্কু সিং ব্যাট করতে আসবেন। কিন্তু, অধিনায়ক সূর্যকুমার যাদব ও হেড কোচ গৌতম গম্ভীরের ছিল অন্য পরিকল্পনা। কারণ, সেই সময়ে রিঙ্কুর পরিবর্তে ব্যাট করতে আসেন রিয়ান পরাগ। এদিকে, পরাগ এমন একজন ব্যাটার যিনি ক্রিজে থিতু হতে কিছুটা সময় নেন। এছাড়াও, ম্যাচ ফিনিশ করার তেমন অভিজ্ঞতাও তাঁর কাছে নেই।

আরও পড়ুন: কড়া পদক্ষেপ! প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন তারকা বক্সার, এই কারণে পেলেন বড় শাস্তি

গম্ভীরের দিকে আঙুল তুলেছেন ভক্তরা: এদিকে, রিঙ্কু সিং যখন ব্যাট করতে আসেন, তখন ভারতের (India National Cricket Team) ইনিংসে মাত্র ১১ বল বাকি ছিল। রিয়ান পরাগ ৬ বল খেলে ৭ রান করতে সক্ষম হন। ক্রিজে এসে প্রথম বলেই সিঙ্গেল নেন রিঙ্কু। ১৯ তম ওভারের চতুর্থ বলে দ্বিতীয় বল খেলার সুযোগ পান তিনি। সেখানে রিঙ্কু আউট হন। এমতাবস্থায় সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে, রিয়ান পরাগের পরে রিঙ্কু সিংকে ব্যাট করতে নামানোর বিষয়টির জেরেই ক্রিকেট অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের উদ্দেশ্যে তোপ দেগেছেন।

আরও পড়ুন: পর্যটকরা গেলেই ঘটে সর্বনাশ! ভারতেই রয়েছে বিশ্বের সবথেকে বিপজ্জনক দ্বীপ, নাম শুনলেই কেঁপে ওঠে মানুষ

IPL ২০২৪-এও পেয়েছেন কম সুযোগ: জানিয়ে রাখি যে, এবারের IPL-এ কলকাতা নাইট রাইডার্সেও রিঙ্কু সিংয়ের সাথে ঠিক একইরকম ঘটনা ঘটেছিল। তাঁর কোনও ব্যাটিং অর্ডার সেখানে ফিক্সড ছিল না। এদিকে ভারতের (India National Cricket Team) হয়ে দুর্দান্ত রেকর্ড থাকা সত্বেও T20 বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি রিঙ্কু। IPL-এর সুযোগের অভাবও এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। উল্লেখ্য যে, এবারের IPL-এ KKR-এর মেন্টরের ভূমিকায় ছিলেন গৌতম গম্ভীর।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর