বাংলাদেশ নয়, ইংল্যান্ড সফরের পর এই দলের সঙ্গে ODI ও T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া? মিলল আপডেট

Published on:

Published on:

India National Cricket Team next series update.

বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ড সফর শেষ করার পর ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) বাংলাদেশ সফরের কথা ছিল।সেখানে ভারতীয় দলের ৩ টি ODI ম্যাচ এবং ৩ টি T20 আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও এখন এই সিরিজটি স্থগিত করা হয়েছে। অর্থাৎ, এই সিরিজটি অগাস্টে খেলা হবে না। কিন্তু, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়া অন্য একটি দেশের সঙ্গে ODI থেকে এবং T20 আন্তর্জাতিক ম্যাচের সিরিজও খেলবে।

শ্রীলঙ্কার সঙ্গে ODI এবং T20 সিরিজ খেলতে পারে টিম ইন্ডিয়া (India National Cricket Team):

মূলত, ভারতীয় দল (India National Cricket Team) শ্রীলঙ্কার সঙ্গে ৩ টি ODI এবং তিনটি T20 আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে পারে। মনে করা হচ্ছে যে, এই পরিকল্পনা শীঘ্রই সবুজ সংকেত পাবেন এবং তারপরেই শিডিউল প্রকাশ করা হবে। আসলে, ভারতের বাংলাদেশ সফর এবং লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার কারণে এই নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

India National Cricket Team next series update.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ভারতের (India National Cricket Team) বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। যার ফলে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি সিরিজ সম্পন্ন হতে পারে। মূলত, বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া না যাওয়ায় ভারতীয় দলের হাতে অনেকটা সময় থাকবে। অন্যদিকে, লঙ্কা প্রিমিয়ার লিগ জুলাই এবং অগাস্টে সম্পন্ন হওয়ার কথা ছিল। যা এখন হবে না। এমন পরিস্থিতিতে, শ্রীলঙ্কার খেলোয়াড়রাও এই সময়ে “ফ্রি” থাকবেন। তাই, এই মুহূর্তে ভারত-শ্রীলঙ্কা সিরিজটি আয়োজনে কোনও বাধা নেই।

আরও পড়ুন: “এখন হানিমুন পিরিয়ড চলছে! তবে…”, দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও গিলকে “ওয়ার্নিং” সৌরভের

এমতাবস্থায়, যদি উভয় বোর্ড একমত হয়, তাহলে শীঘ্রই শিডিউল প্রকাশ করা হবে। যদিও, এখনও পর্যন্ত বিসিসিআই এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) শ্রীলঙ্কা সফরের কোনও সূচি ছিল না। তবে বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে যে অগাস্টের শেষে শ্রীলঙ্কা দলকে জিম্বাবোয়ে সফর করতে হবে। তার আগেই এই সিরিজ শেষ হতে পারে।

আরও পড়ুন: ৪,০০০ কোটি টাকা খরচে….অনিল আম্বানির “পাশে দাঁড়াতে” বিরাট পদক্ষেপ আদানির

শেষ সিরিজটি খেলা হয়েছিল ২০২৪ সালে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত (India National Cricket Team) ও শ্রীলঙ্কার মধ্যে শেষ ODI এবং T20 সিরিজটি সম্পন্ন হয়েছিল ২০২৪ সালে। যেখানে T20 সিরিজটি জিতেছিল টিম ইন্ডিয়া। আর ODI সিরিজটি জেতে শ্রীলঙ্কা। বর্তমানে শ্রীলঙ্কা দল বাংলাদেশের বিরুদ্ধে একটি সিরিজ খেলছে। যেখানে শ্রীলঙ্কার খেলোয়াড়রা খুব ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন। এমন পরিস্থিতিতে, যদি ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ সম্পন্ন হয়, তাহলে সেটি অত্যন্ত আকর্ষণীয় হবে এবং একাধিক ভালো ম্যাচও প্রত্যক্ষ করা যাবে।