বাংলা হান্ট ডেস্ক: সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ড্রেসিং রুম থেকে উত্তপ্ত আলোচনার খবর সামনে এসেছিল। যার ফলে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর তখন বলেছিলেন যে খেলোয়াড় এবং কোচের মধ্যে কথোপকথন শুধুমাত্র তাঁদের মধ্যে সীমাবদ্ধ থাকলে দলের সঠিক পরিবেশের জন্য এটি ভালো হবে।
ড্রেসিং রুমের কথা ফাঁস করেন দলের (India National Cricket Team) সরফরাজ:
এমতাবস্থায়, বর্তমানে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ভারতে ফিরে আসার পর BCCI (Board of Control for Cricket in India) এই বিষয়গুলিতে একটি পর্যালোচনা বৈঠক করেছে। সেই সময়ে গম্ভীর ওই সফরে উপস্থিত থাকা সরফরাজ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। পাশাপাশি বৈঠকে গম্ভীর দাবি করেন যে, সরফরাজই সবকিছু ফাঁস করেছেন।
সরফরাজ ফাঁস করেন গোপন তথ্য: জানিয়ে রাখি যে, BCCI আধিকারিকরা সম্প্রতি টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হেড কোচ গৌতম এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের সাথে একটি রিভিউ মিটিং করেছেন। ওই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যেখানে ড্রেসিংরুমের ঘটনাটিও অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: ৬,৪৬,২৯,৩১,৯৫,০০০ টাকা! ২৪ ঘণ্টার মধ্যেই বিপুল আয়, নজির গড়লেন আদানি
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই সময়ে BCCI-কে বলা হয় যে সরফরাজ খান ড্রেসিং রুমের বিষয়গুলি মিডিয়ার সাথে শেয়ার করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি খবরের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন গম্ভীর। যেখানে বলা হয়েছে যে মেলবোর্ন টেস্টে পরাজয়ের পর খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: মহাকুম্ভে ভক্তদের জন্য বিশেষ পদক্ষেপ আম্বানির! ধন্য ধন্য করছেন সকলে
মেলবোর্নে ম্যাচ হেরে যাওয়ার পর গম্ভীর ড্রেসিংরুমে রোহিত শর্মা-বিরাট কোহলি সহ গোটা ভারতীয় দলের ওপর রেগে যান। এদিকে, “মিস্টার ফিক্স ইট” নামে একটি খবর প্রকাশিত হয়েছিল। যেখানে মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছে যে দলের (India National Cricket Team) একজন খেলোয়াড় বুমরাহকে অধিনায়ক করার পক্ষে ছিলেন না। বরং, তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে উপস্থাপন করছিলেন। তবে এই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। এমতাবস্থায়, বিরাট কোহলিকে এই খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করা হচ্ছিল। তবে, গম্ভীর এই এই দাবির পক্ষে কোনও প্রমাণ দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।